ম𒁃ন ভারাক্রান্ত ‘মোহদীপ’ ভক্তদের। গত কয়েক দিন ধরেই দুপুর ২টো বাজলেই মনটা আনচান করছে। আর টিভির পর্দায় ‘মোহর’ দেখবার সুযোগ নেই, পুরোনো স্মৃতি ঝালিয়ে নিতে ভরসা ‘হটস্টার’। বাংলা টেলিভিশনে একটা সময় রেকর্ড টিআরপি এনেছিল স্টার জলসার এই জনপ্রিয় মেগা। গত রবিবার শেষবারের মতো সম্প্রচারিত হয়েছে ‘মোহর’। দীর্ঘ আড়াই বছরের পথচলায় ইতি। বেঙ্গল টপার, চ্যানেলꦜ টপার- সব খেতাবই একটা সময় দখলে রেখেছিল ‘মোহর’।
গত কয়েকমাসে বহুবার ‘মোহর’ বন্ধ হওয়ার গুঞ্জন উঠলেও যাত্রা অব্যাহত ছিল কিন্তু অভিষেক চট্টোপাধ্যাꩵয়ের আকস্মিক মৃত্যুর পর এই সিরিয়াল শেষ করবার সিদ্ধান্ত নেয় প্রযোজনা সংস্থা। সে কথা সংবাদমাধ্যমে নিয়ে জানিয়েছিলেন সিরিয়ালের মুখ্য চরিত্র প্রতীক সেন✱।
‘মোহদীপ’ ছোট পর্দায় যেমন জনপ্রিয় জুটি, তেমনই বাস্তবেও প্রতীক-সোনা মণির সম্পর্ক নিয়ে কাটাছেঁড়ার শেষ নেই। দুজনের প্রেম নিয়ে ফিসফিসানি বেশ জোরালো, যদিও নিজের মুখে তাঁরা কোনওদিনই স্বীকার করেনি সে কথা। বাস্তবে কোনওদিন সাতপাক ঘুরবে শঙ্খ-মোহর? আনন্দবাজার ডিজিট্যালকে দেওয়া সাক্ষাত্কারে শঙ্খ ওরফে প্রতীক বলেন, ‘আমাদের জুটিকে জনপ্রিয় করেছেন দর্শক। তাই সুযোগ পেলে আগামী দিনে আবারও পর্দায় জুটি বাঁধতে রাজি আছি।’ 🌊নিজেদের সম্পর্কের ভবিষ্যত দর্শকদের হাতে ছেড়ে দিলেন শঙ্খ। বললেন, সম্পর্কের গুঞ্জন নিয়ে নতুন কিছু বলার নেই। তবে ফ্যানেদের কোর্টে বল ঠেলে যোগ করেন, 'দর্শকদ🀅ের উপরেই আবারও নির্ভর করছি। ওঁরাই বরং ঠিক করুন, বাস্তবেও কি মোহর-শঙ্খ এক ছাদের নীচে থাকবে?’
আড়াই বছরের বেশি সময় ধরে শঙ্খদ্বীপ রায়চৌধুরীর চরিত্রকে ফুটিয়ে তুলেছেন প্রতীক। এখন কেমনভাবে কাটছে দিন? এক সাক্ষাত্কারে অভিনেতা বলেন, ‘বড্ডা ফাঁকা লাগছে। মো🌟হর এতটাই জুড়ে😼 ছিল। শঙ্খ-মোহরকে সবাই এতো ভালোবেসেছেন। আদি স্যার-অদিতি ম্যামকে জনপ্রিয় করেছেন। সে কী উন্মাদনা আমাদের নিয়ে!’
শুরুতে এই সিরিয়ালে শঙ্খ জেঠুমণির চরিত্রে দেখা যেত প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যা𒀰য়কে, পরে সেই ফাঁকা স্থান ভরাট করেন দুলাল লাহিড়ি। একটা সিরিয়াল চলতে চলতেই আরও এক সদস্যকে হারানো। প্রতীকের কথায়, ‘মিঠুদার শূন্যস্থান পূরণ হবার নয়। তাই কাহিনীকার লীনা গঙ্গোপাধ্যায়ের অনুরোধ ছিল, এ বার শেষ হোক ধারাবাহিক। জোর করে চালানোর মানে নেই’।
শঙ্খর মতোই প্রতীকও একা থাকতে পছন্দ করেন। গ💜ল্প লিখেꦇ, কবিতা লিখে সময় কাটান। চুপচাপ বসে থাকা না-পসন্দ। ইতিমধ্যেই প্রতীকের হাতে একগুচ্ছ কাজের অফার রয়েছে, তবে যে চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবেন কেবল সেই চরিত্রই বেছে নেবেন।