♔‘মাতৃত্ব সুন্দর থেকে সুন্দরতর অভিজ্ঞতা…’, নেটমাধ্যমের পাতায় প্রেমিকের ছবি দেখিয়ে দীর্ঘ পোস্ট করেছেন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। চেটেপুটে মাতৃত্বকে উপভোগ করছেন হবু মা। প্রায়শই নেটমাধ্যমের পাতায় বেবিবাম্পের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। শরীরে ধীরে ধীরে বেড়ে উঠছে ছোট্ট একটা প্রাণ। বিয়ের আগেই মা হওয়ার কথা জানিয়ে রীতিমতো সকলকে চমকে দিয়েছেন। এবার প্রেমিকের ঝাপসা ছবি শেয়ার করলেন ইলিয়ানা।
কিছুদিন আগে নিজ๊ের এনগেজমেন্ট রিংয়ের ছবি শেয়ার করে ইলিয়ানা বুঝিয়ে দিয়েছিলেন এই জার্নিতে তিনি একা নন। এবার নিজের প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ঝাপসা ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী। আলো আঁধারিতে তোলা ওই ছবিতে ইলিয়ানার প্রেমিকের মুখ অস্পষ🌜্ট।
প্রেমিকের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ইলিয়ানা লেখেন, ‘মাতৃত্ব সুন্দর থেকে সু🦄ন্দরতর অভিজ্ঞতা.. আমি ভাবিনি যে আমি এমন অভিজ্ঞতা অর্জন করতে পারব তাই এই যাত্রায় নিজেকে অসম্ভব সৌভাগ্যবতী মনে হচ্ছে। তোমার ভেতরে বেড়ে ওঠা একটা জীবন অনুভব করা কতটা সুন্দর, তা বর্ণনা করাও সম্ভব না। বেশিরভাগ দিনই আমি আমার বাম্পের দিকে তাকিয়ে থাকি আর বলি আমি শীঘ্রই তোমাকে দেখতে পাব আমার কখনও খুব কষ্টের মধ্যে দিয়ে দিন কাটে। চোখের কোনে জল চলে আসে। হাতড়েও আশা খুঁজে পাই না।'
আরও পড়ুন: বাগদান সারলেন বর𒉰ুণ তেজ এবং লাবণ্য, ছবি শেয়🃏ার করে শুভেচ্ছা জানালেন চিরঞ্জীবী