একটা লম্বা বিরতির পর ফের কাজে ফিরছেন প্রীতি জিন্টা। লাহোর ꦯ১৯৪৭ ছবিতে তাঁকে দে🍷খা যাবে। সদ্যই তিনি এই ছবির শ্যুটিং শেষ করলেন। লাহোর ১৯৪৭ এর শ্যুটিং শেষ হতেই ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করলেন অভিনেত্রী। সেখানে জানালেন এটা তাঁর কেরিয়ারের সবথেকে কঠিনতম সময়। ধন্যবাদ জানালেন আমির খান, সানি দেওলদের। কিন্তু কেন?
আরও পড়ুন: মৃত্যুর পর ৮ বছর পর ভোট দিলেন অভ🍌িনেতা দীপাঞ্জনের শ্বশুর! কাণ্ড দেখে বললেন, 'তোমার হয়ে কাজটা...'
আরও পড়ুন: 'সব নারীরা নৃত্যশিল্পী হত🧔ে পারে না, শারীরিক গঠন সুন্দর হলে তবেই...' মালবিকা সেনের কথায় হইচই
লাহোর ১৯৪৭ এর শ্যুটিং শেষ করলেন প্রীতি
এদিন প্রীতি জিন্টা ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে শুরুতেই দেখা যাচ্ছে লাহোর ১৯৪৭ ছবির স্ক্রিপ্টের ঝলক। তারপরই ফুটে উঠে এই ছবির শ্যুটিং শেষ হওয়ার পর কেক কাটার মুহূর্তের ছবি। এদিন অভিনেত্রীকে লাহোღর ১৯৪৭ ছবির পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। বাদ দেন সিনেমাটোগ্রাফার সন্তোষ শিভান এবং ছবির অন্যান্য কলাকুশলীদের সঙ্গে ছবি তুলতে। অভিনেত্রীর পোস্ট করা ভিডিয়োতে একটি ফুলেꦗর তোড়াও দেখা যাচ্ছে।
এই ভিডিয়ো পোস্ট করার পাশাপাশিꦰ একটি আবেগঘন পোস্টও লেখেন প্রীতি। তিনি তাঁর পোস্টে এদিন লেখেন, 'শেষ হল লাহোর ১৯৪৭ ছবির শ্যুটিং। আমি ছবির গোটা কাস্ট এবং ক্রুর কাছে কৃতজ্ঞ এত দুর্দান্ত একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য। আমি আশা করব আপনাদের সবার এই ছবিটি ভালো লাগবে, উপভোগ করবেন ঠিক যতটা আমরা ছবিটা বানাতে গিয়ে করেছি। এটা আমার করা সব থেকে কঠিনতম ছবি।'
তিনি এদিন আরও লেখেন, 'সবার কঠোর পরিশ্রমের জন্য একেবারে ফুল মার্কস। রাজজি, আমির, সানꦇি, শাবানাজি, 𝓀সন্তোষ শিভান, রহমানকে আমার মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।'
লাহোর ১৯৪৭ ছবিটি প্রসঙ্গে
বহুদিন পর আবারও প্রীতি জিন্টাকে ব🐓ড় পর্দায় দেখা যাবে। এই ছবিতে তাঁকে সানি দেওলের বিপরীতে দেখা যাবে। আমির খানের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। গত বছর অক্টোবরে এই ছবির ঘোষণা হয়েছিল। এখানে সানি, প্রীতি ছাড়াও অন্যান্য চরিত্রে থাকবেন শাবানা আজমি, আলি ফজল, করণ দেওল, প্রমুখ।