কাজে ফেরার জন্য প্রস্তুত গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করে সেকথা জানিয়েছেন অভিনেত্রী। বিরতি পর্বে ইতি টেনে জানিয়ে দিলেন প্রিয়াঙ্কা। অভিনেত্রী জিম পোশাকে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘গোয়িং ব্যাক টু ওয়ার্ক’। 🦩মেয়ে মালতী মেরি জন্মানোর পর তাঁকে সময় দিতে মাঝে কাজ থেকে বেশ কিছু দিন বিরতি নিয়েছিলেন দেশি গার্ল।
প্রিয়াঙ্কা চোপড়ার পোস্ট
ধূসর-টোনড স্পোর্টস ব্রা এবং ম্যাচিং শর্টস পরে মিরর সেলফি ইনস্টা স্টোরিতে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। এই পোস্টের মাধ্যমেই জানিয়েছেন, এবার কাজে ফিরছেন তিনি। নেটিজেনরা পোস্টে ভালোবাসা জানিয়েছেন দেশি গার্লকে। একজন লিখেছেন, ‘মা কাজে ফিরছে’। অপর একজনের মন্তব্য, সবাই উল্লাস করেছে, প্রিয়াঙ্কা সিনেমার সেটে ফিরে এসেছে'। আরও পড়ুন: হুডিতে মুখ ঢেকে বিমানবন্দরে ধরা দিলেন রণবীর! ‘ডন’ হওয়ার জন্য পাক🐭্কা রেডি অভিনেতা
বলিউড এবং হলিউডে নিজের নাম তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ব্য়স্ত শিডিউলের পাশাপাশি পরিবারকে সময় দিতে ভোলেন না দেশি গার্ল। বিশেষ করে পরিবারের সঙ্গে ছোটখাটো কোনও ট্রিপে যাওয়া কিংবা লং ট্যুরে। আর মালতী জন্মের পর বেশিরভাগ সময় মেয়ের সঙ্গেই কাটান অভিনেত্রী। মেয়ে খানিক বড় হওয়ার পর এবার ফের পুরোদমে কাজে ফ♑িরছেন, বুঝিয়ে দিলেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা-নিক সংসার
নিকের সঙ্গে বিয়ের পর মার্কিন মুলুকে থাকেন অভিনেত্রী। এক সময় বলিউডে রীতিমতো রাজ করেছেন। এখন হলিউডের চোখের মণি প্রিয়াঙ্কা চোপড়া। এ দেশের বিনোদন জগতে চুটিয়🌄ে কাজ করার পরে আমেরিকায় গিয়েও প্রথম সারির তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে সিরিজে ও ছবিতে কাজ করছেন তিনি। বিয়েও করেছেন হলিউডের এক পপ তারকাকে। জনপ্রিয় বয়ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’-এর অন্যতম সদস্য নিক জোনাসের সঙ্গে প্রেমের কয়েক মাসের মধ্যেই বিয়ে সারেন প🍸্রিয়াঙ্কা।
২০১৮ সালে রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে হিন্দু ও খ্রিস্টান দুই মতেই বিয়ে করেন নিক ও প্রিয়✨াঙ্কা। তাঁদের বিয়েতে হাজির ছিলেন দুই তারকার পরিবার ও কাছের বন্ধুরা। পরে বিনোদন জগতের সহকর্মীদের♉ জন্য একাধিক রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন দম্পতি।
প্রিয়াঙ্কার কাজ
কিছু দিনের মধ্যে হলিউডের ‘হেডস অফ স্টেট’ ছব꧅িতে কাজ করতে দেখা যাবে তাঁকে। পাশাপাশি ‘টু কিল অ্যা টাইগার’ সিনেমাতেও কাজ করবেন বলে জানিয়ে রেখেছেন অভিনেত্রী। ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটের সঙ্গে ‘জি লে জারা’-তে দেখা যাবে প্রিয়াঙ্🐭কাকে।
অস্কার-মনোনীত ডকুমেন্টারি, ‘টু কিল এ টাইগারে’র নির্বাহী প্রযোজকও গ্লোবাল আইকন। এই তথ্যচিত্রে লড়াকু এক বাবার গল্প উঠে আসে। যার মেয়েকে ধর্ষণ করে তিন ব্যক্তি। সন্তানের জন্য ন্যায়বিচারের লড়াইক꧟ে কেন্দ্র করেই আবর্তিত হয় ‘টু কিল আ টাইগার’।