প্রায় দু🦄’দশক পরে বড় পর্দায় ফিরছে ‘ডন’। ফারহান আখতারের পরিচালনায় তৈরি হচ্ছে ‘ডন ৩’। বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হল ‘ডন’। ১৯৮৭ সালে প্রথম বড় পর্দায় মুক্তি পায় অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’। তারপর ২০০৬ সালে পরিচালক ফারহান শাহরুখ খানকে নিয়ে বানান ‘ডন ২’। এবার ডন-এর আসনে বসবেন রণবীর সিং। তাঁর সঙ্গে কিয়ারা আডবানিও যে থাকℱছেন এই ছবিতে সেই কথাও কারও অজানা নয়।
এ বিমানবন্দরে অন্য মেজাজেই ধরা দিলেন অভিনেতা রণবীর সিং। মাথা থেকে পা পর্যন্ত কালো হুডিতে ঢেকে তিনি। চোখে কালো চশমা, মুখ ঢাকা মাস্কে। মুম্বই বিমানবন্দরে থেকে বেরিয়ে আসতেই পাপারাৎজ্জি লেন্সবন্দি করেন। পর্দায় আসার আগে পর্দার বাইরে একেবারে ডন অবতারে ধরা দেন রণবীর। নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছে অভিনেতার এই ভিডিয়ো। নেটিজেনরা তাঁর মধ্যে খুঁজে পাচ্ছেন ‘ডন’কে। আরও পড়ুন: 'আমি বেঁচে আছি', বিভ্রান্তিক🐭র মৃত্যুর খবরে মুখ খুললেন 'পঞ্চায়েত'-খ্যাত অভিনেত্রী
‘ডন’-এর তৃতীয় পর্বটিও ফারহান চেয়েছিলেন শাহরুখকে। কিন্তু ༺শাহরুখ রাজি হননি। শাহরুখ প্রস্তাব ফেরানোয় ‘ডন ৩’-এর জন্য রণবীরকে নির্বাচিত করেন ফারহান। জানা গিয♒়েছে আগামী মাস থেকেই তাঁরা ট্রেনিং শুরু করবেন এই ছবির জন্য।
ডন হিসেবে প্রথমবারের জন্য দেখা মেলে অমিতাভ বচ🎐্চনের। পরে তাঁকে সরিয়ে ডন হিসেবে নিজেকে তুলে ধরেন শাহরুখ খান। তাঁকে ডন ফ্র্যাঞ্চাইজির দুটো ছবিতে নাম ভূমিকায় দেখা গিয়েছিল। ছবি দুটো ২০০৬ এবং ২০১১ সালে মুক্তি পায়। এরপর এত বছরের গ্যাপে যখন আবারও ডন আসছে তখন সেখানে থাকছেন না শাহরুখ। তাঁকে সরিয়ে, সেই জায়গায় আসছেন রণবীর সিং। বির বাজেটও নাক💯ি আকাশছোঁয়া। এই ছবিটি বানাতে নাকি ২৭৫ কোটি টাকার বাজেট ধার্য করা হয়েছে।
মিডডের একটি রিপোর্টে জানানো হয়েছে, মার্চের শেষ দিক থেকে নাকি রণবীর এবং কিয়ারা ‘ডন ৩’ ছবিটির জন্য প্রস্তুতি শুরু করবেন। এজিলিটি ট্রেনিং দিয়ে শুরু হবে। নিজ𒉰েদের শারীরিক ভাবে প্রস্তুত করার এই প্রক্রিয়া তাঁরা মার্চের শেষ থেকে শুরু করবেন। এটার জন্য থাইল্যান্ড থেকে মার্শাল আর্টস বিশেষজ্ঞদের অনানো হচ্ছে। দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্য 𝔍থাকবে বলেও জানিয়েছেন পরিচালক ফারহান আখতার জানিয়েছেন।
শুধু দেশে নয়, ‘ডন ৩’ গোটা বিশ্বব্যাপী সফল হোক। সেই উদ্দেশ্যেই এই ছবি তৈরি নিয়ে𓂃 জান লড়িয়ে দিয়েছেন নির্মা🔥তারা। সূত্রের খবর অনুযায়ী, ‘ডন ১ এবং ডন ২ অর্থাৎ যেখানে শাহরুখ খানকে দেখা গিয়েছিল সেই ছবি দুটো মোটামুটি কম বা ঠিকঠাক বাজেটে বানানো হয়েছিল। কিন্তু যেহেতু ডন ৩ ছবিটিকে ফারহান আখতার একটি বিশ্বমানের থ্রিলার ভাবতে চাইছেন এবং তিনি কেবল ভারতীয় ছবিগুলোর সঙ্গে সেটাকে টেক্কা দেওয়াতে চাইছেন না তাই এটির বাজেট অনেকটাই বেড়ে গিয়েছে। ফারহান আখতারের যে স্বপ্ন ডন ৩ কে বিশ্বমানের থ্রিলার হিসেবে গড়ে তোলার’।