সাজিদ নাদিয়াদওয়ালার আসন্ন ছবি 'সিকান্দার' নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর মাঝেই দোল উৎসব উপলক্ষ্যে একটি নতুন ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে তাঁর পরিবর্তন দেখে সকলেই অবাক। আর তাঁর এই বিরাট বদলের ছবি প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল। কিছু ভক্ত এই ছবি দꩵেখে মনে করেছেন যে, তিনি নতুন প্রজন্মের নায়কদের সমানে সমানে টক্কর দিতে চলেছেন।
আরও পড়ুন: ‘নোজ জব’ নিয়ে ইব্রাꩲহিমকে খোঁচা পাকিস্তানি সমালোচকের! একী উত্তর দিলেন🅘 সইফ-পুত্র?
শুক্রবার, সাজিদ-এর স্ত্রী, ওয়ার্দা🔥 খান প্রযোজক ওজন কমানোর পর তাঁর নতুন লুকের কিছু ছবি শেয়ার করেছেন, যা দেখে এক প্রকার মুগ্ধ ভক্তরা। প্রযোজককে একটি কালো লো-নেক শার্টে অসাধারণ দেখাচ্ছিলেন। সঙ্গে তিনি বেছে নিয়েছিলেন একটি পীচ রঙের জ্যাকেট ও গাঢ় নীল রিপড ডেনিম জিন্স।🉐 তিনি তাঁর চুলে পনি টেল বেঁধেছিলেন। সঙ্গে ছিল সানগ্লাস। সব মিলিয়ে দারুণ হ্যান্ডসাম দেখাচ্ছিল তাঁকে। ছবিটি পোস্ট করে ওয়ার্দা লিখেছেন, ‘শুভ হোলি। আপনাদের হোলির অনেক শুভেচ্ছা জানাই। সুন্দর এই গোলাপি দিন আরও শুভ হোক।’
আরও পড়ুন: সৃজিতের ‘কিলবিল সোসাইটি’র 'আনন্দ কর' এবার ‘মৃত্যুঞ্জয়’! কবে আস💙ছে ছবি?