সিনেমার দুনিয়ায় এক নামেই তা𒉰ঁকে সকলে চেনেন। টলিপাড়া বলে তিনিই 'ইন্ডাস্ট্রি'। কার কথা বলছি, তা বুঝতে কারোরই হয়ত অসুবিধা হচ্ছে না। সেই সিনেমার দুনিয়ার মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚপ্রতি পা রেখেছেন OTT-র পর্দাতেও। সেখানেও নিজের জাত চিনিয়েছেন অভিনেতা।
বিক্রমাদিত্য মোতওয়ানের 'জুবিলি' ও হনসল মেহতার ‘স্কুপ’, দুটিই তুলনামূলক💧 ভারী বিষয়বস্তু নিয়ে তৈরি ওয়েব সিরিজ। যেখানে প্রশংসিত হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়, পাশাপাশি ওয়েব সিরিজের দুটিও প্রশংসিত হয়েছে। সে প্রসঙ্গে কথা বলতে গিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, বর্তমানে OTT- গল্প বলার একটা দারুণ মাধ্যম। এই মাধ্যমে এখন প্যান ইন্ডিয়া মানের গল্প উঠে আসছে। এটা সমস্ত পরিচালকের কাছেই একটা দারুণ সুযোগ। এখানে এখন আর শুধুই যৌনতা আর হিংসা দেখানো হচ্ছে না। আর ওটিটি-তেও আজকাল বড় বড় প্রোজেক্টও হচ্ছে। তবে প্রসেনজিৎ মনে করেন ওটিটির জন্য বিশেষ কিছু নিয়ম জারি করা উচিত।
আরও পড়ুন꧑-শেষ হয়েও হইল না শেষ…! ‘মিঠাই’ শেষে আরও একবার শুরুর দ🐎িনে ফিরলেন সৌমিতৃষা-আদৃতরা
আরও পড়ুন-আমারꩲ জীবন বা কেরিয়ারে কোনও 'গডফাদার' পাইনি, 'গডমাদার' পেয়েছি: প্রসেনজিৎ
আরও পড়ুন-ভারতীয় সিনেমার স্বর্ণযুগের গল্প বলে ‘জুবিলি’, ছাপো🌱ষা বিনোদ হন তারকা ‘মদন কুমার’