Prosenjit Chatterjee: নতুন রূপে বলিউডে প্রসেনজিৎ! অভিনয়ের পর এবার কোন ভূমিকায় ধরা দিতে চললেন? Updated: 27 Mar 2025, 12:21 PM IST Subhasmita Kanji Prosenjit Chatterjee: টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে অভিষেক ঘটেছে তাঁর বহুদিন আগেই। প্রতিটি প্রজেক্টেই নতুন করে বারবার নজর কেড়েছেন। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত খাকি ২। এবার আরও একবার বলিউডে নতুন রূপে ধরা দিতে প্রস্তুত প্রসেনজিৎ।