কলকাতার সিনেমাহলে ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’-এর স্ক্রিনিংয়ে কিছু সমস্যা তৈরি হয়। আর ঠিক সময়ে 🦹শো শুরু না হওয়ায় রেগে আগুন দর্শক তা ভিডিয়ো করে শেয়ার করে টুইটারে। আর মাধবনকে ট্যাগও করা হয় সেই পোস্টে। যার জবাব দেন এই দক্ষিণী অඣভিনেতা।
ভিডিয়ো দেখে বোঝা যাচ্ছে শো-র ২০-৪৫ মিনিট পেরিয়ে গেলেও কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানানো হচ্ছে না। ফলে হইচই শুরু করে দেন দর্শকরা। তবে খুব ঠান্ডা মাথাতেই সবটা সামলালেন ম্যাডি। ওই টুইটের উত্তরে লিখলেন, ‘নিশ্চয়ই এই ঘটনার পিছনে কিছু গুরুতর কারণ রয়েছে। দয়া করে ঠান্ডা ❀হ💧য়ে যান আর ভালোবাসা দেখান। বিনীত অনুরোধ করছি। শো জলদি শুরু হবে। অনেক ভালোবাসা।’ সঙ্গে রকেট, হাত জোড় করা ও লাল হার্ট ইমোজি।
ভিডিয়োতে হিন্দি আর বাংলাতে বলতে শোনা যাচ্ছে কীভাবে তাঁদের সময় নষ্ট হচ্ছে। ম্যানেজমেন্টকে বারবার বলা সত্ত্বেও তাঁরা গা করছে না। যদিও এরমধ্যে এক ম্য🅠ানেজমেন্টের সদস্যকে বলতে শোনা যাচ্ছে তাঁদের এক কর্মী গেছে সামনের সিটি সেন্টার (সল্টলেক) থেকে আইএমপি কার্ড আনতে। ভিডিয়োতে দেখা যাচ্ছে,๊ টাকা ফেরত চাইছেন ওই দর্শকরা।
ইসরোর রকেট বিজ্ঞানী নামবি নারায়নের বায়োপিক🦂 নিয়ে সিনেমা বানিয়েছেন আর মাধবন। নামবির চরিত্রে তিনিই অভিনয় করেছেন। ছবিতে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খানও। ইতিমধ্যেই তারকাদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে ছবিখানা। ২০২২-এর কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে এই সিনেমাটা।