উৎসব নাকি উৎসব নয়। আরজি কর আবহে দুইভাবে ভাগ হয়ে গিয়েছিলেন টলিপাড়ার তারকারা। কেউ কেউ যেমন উৎসব ছেড়ে পুজোয় অ🌸ংশ নিয়েছেন, আবার কেউ কেউ উৎসবে সামিল হয়েছেন, আবার অনেকেই পুজো ও উৎসব, প্রতিবাদ, সবেতেই থেকেছেন। আর এবার পুজোর সময় দিদি রাইমার সঙ্গেই কলকাতায় ছিলেন রিয়া সেনও।
টিভি ৯ বাংলাকে পুজো নিয়ে রাইমা সেন বলেন, তিনি এবার প্রথমবার সিঁদুর খেলায় অংশ নিয়েছেন, তাও সে🍸টা বোন রিয়ার সঙ্গে। রাইমার কথায়, রিয়া তো সাধারণত কলকাতায় থাকꦬে না, তবে এবার আছেন। মুনমুন কন্যার কথায়, সিঁদুর খেলা খানিকটা যেন বাঙালিদের কাছে দোল উৎসবের মতোই। দিদির কথা প্রসঙ্গে, রিয়াও বলেন, ‘আমি সত্যিই প্রথমবার সিঁদুর খেলছি। তাই খুবই উৎসাহী।’
আরও পড়ুন-'তোমার মায়ের সঙ্গে শুতে চাই', এমনই বলেছিলেন র্যাপার স্বা♑🐲মী, বিস্ফোরক স্ত্রী
এদিকে আরজিকর আবহে এবার পুজো অনেকটাই অন্যরকম, সেপ্রসঙ্গে রাইমা বলেন, এবার পুজোর আয়োজন সত্যিই অনেকটা ছোট হয়েছে। তবে ‘এই পুজোর সঙ্গে অনেক জীবনযাপন জড়িয়ে থাকে, তাই উৎসবে না থাকাটাও কিছুটা অন্যায়। তার মানে আরজি কর কাণ্ড এড়িয়ে চলতে বলছি না। তবে পুজোর সঙ্গে অনের মানুষের উপার্জন জড়িয়ে তাই এতে অংশ নেওয়া উচ🅺িত।’
এবিষয়ে অবশ্য দিদির সঙ্গে অনেকটাই সহমত রিয়াও। মুনমুন সেনের ছোট কন্যা বলেন, শিল্পী থেকে শিল্প, দুর্গাপুজো অনেক মানুষেরই রোজগারের পথ করে দেয়। এটা কলকাতার অর্থনৈতিক ব্যবস্থার জন্য ভালো। ভারতে প্রতি ২ মিনিটে একটা ধর্ষণ হচ্ছে। তবে তার কারণ রাজ্য তথা গোটা দেশকে আমরা থামিয়ে দিতে পারি না। তবে দ্বিতীয়বার যাতে না ঘটে সেটা খেয়াল রাখতে হবে। তাই লড়াইয়েও থাকত๊ে হবে বলে মনে করছেন সুচিত্রা সেনের ছোট নাতনি রিয়া।