জি বাংলার ধারাবাহিকগুলির মধ্যে প্রথম থেকেই বেশ ভালো ফল করছিল কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি। মানালি দে রয়েছেন এতে কেন্দ্রীয় চরিত্রে। তবে প্রথম থ༺েকেই ধারাবাহিক গুরুত্ব দিয়ে এসেছে এতে থাকা নার💦ী চরিত্রগুলিতে। যেখানে আমরা দেখতে পেয়েছি বাসবদত্তা চট্টোপাধ্যায়, সৃজনী মিত্র, কুয়াশা বিশ্বাস, স্নেহা চট্টোপাধ্যায়, রীতা দত্ত চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্যদের। তবে যেভাবে দিনদিন টিআরপি পড়ছে, তাতে এক নামি নায়ককে নিয়ে আসা হল মেগায়।
গল্পে দেখানো হয়েছে গৃহবধূ হয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে শিমুল। স্বামী পরাগের কাছ থেকে বিছানায় পܫেতে থাকে অকথ্য অত্যাচার। শুধু তাই নয়, এতটাই শাশুড়িও কম নিগ্রহ করেনি প্রথমদিকে। তবে অন্যায়ের সঙ্গে আপোস না করা শিমুল বন্ধু হিসেবে পায় পাড়ার বউদিদের।
মায়ামমতা দিয়ে প্রথমে ননদ আর তারপর শাশুড়ির মন জয় করে। কিন্তু দেওর আর স্বামীর ষড়যন্ত্রের শিকার হতেই হয় বারবার। এমনকী, বিষ খাইয়ে মারারও চেষ্টা করে ওরা। যাতে আবার সঙ্গ দেয় দেওরের হবু বউ। পরাগ অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রাখলে হয় ছাড়াছাড়ি। ডিভোর্স হয় পরাগের সঙ্গে। কিন্তু শাশুড়ি আর ননদের জন্য শ্বশুরবাড🐬়িতেই থেকে যায় শিমুল।
সেখানেও বিপত্তি। পরাগকে খুন করার দোষ আসে শিমুলের উপরে। জেলে এখন সে। শাশুড়ি মুখ ফিরিয়ে নিয়েছে। খবর রাখে না বাড়ির লোকও। তবে শিমুলকে আদালতে উকিল দিয়ে সাহায্য করে পা♉ড়ার সেই বউদ💟িরাই। তবে ছাড়ার পাত্রী নয় পরাগও। সেও ঠিক করে দুঁদে উকিল।
আর এই দুই উকিলের চরিত্রেই আসছে নতুন দুই মুখ। পরাগের পক্ষের উকিল হয়ে দেখা যাবে রাজা গোস্বামীকে। আর শিমুলের কেস লড়বে দেবপর্ণা পাল 🔯চৌধুরী।
দেবপর্ণাকে এর আগে দেখা গিয়েছিল মেয়েবেলা সিরিয়ালে। হিরো-র প্রেমিকার চরিত্রে। আর অ🅰ন্য দিকেꦿ, রাজা গোস্বামীর বিয়ের ফুল শেষ হয়েছে সম্প্রতিই। রাজা যদিও পরচিতি পান স্টার জলসার ভালোবাসা.কম ধারাবাহিক দিয়ে।
চলতি সপ্তাহে কার কাছে কই মনের কথা রয়েছে ৭ নম্বরে। পেয়েছে মাত্র ৬.৭ নম্বর। অনেকেরই আশাঙ্কা টিআরপি এভাবে কম থাকলে কয়েকমাসের মধ্যেই হয়তো এই মেগা বন্ধ করার সিদ্ধান্ত নেবে চ্যানেল কতৃপক্ষ। তবে ক🥃োনওরকম ফাঁক রাখতে একেবারেই রাজি নন নির্মাতারা তা স্পষ্ট। এই দুই উকিলের লড়াই হবে জমজমাট। কারণ দেখানো হচ্ছে, দুই পক্ষের হয়ে একই কেসে লড়াই করা এই দুটি মানুষ আগে ছিলেন সম্পর্কে। কোনওকারণে তাঁদের বিয়ে ভেঙে যায়। শিমুল আর পরাগের কেসে যে এই দুজনের ব্যক্তিগত জীবন মিলেমিশে একাক🀅ার হবে তা আর বলার অপেক্ষা রাখে না!