রাজকুমার রাও বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেতাদের একজন। কিন্তু জান🀅েন কি একটা সময় এই অভিনেতাকে একটি ছবির শ্যুটিংয়ের সেটে রীতিমত নির্যাতিত হয়। সেই বিষয়ে একাধিকবার তিনি 🍸মুখও খুলেছেন। কোন ছবি ভাবছেন? ট্র্যাপড।
কী জানিয়েছেন রাজকুমার রাও?
২০১৬ ꧅সালে মুক্তি পেয়েছিল ট্র্যাপড। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই ছবিটি দর্শকদের থেকে তুমুল প্রশংসা পেয়েছিল। গল্পে উঠে এসেছিল এমন একজন ব্যক্তির কথা যিনি একটি বহুতলে আটকে পড়েন। তারপর সেখানে দিয়ে কীভাবে বেরিয়ে আসেন সেটা নিয়ে। গোটা অভ🀅িনয়টাকে বাস্তবসম্মত দেখানোর জন্য একাধিক যন্ত্রণা, কষ্টের মধ্যে দিয়ে গেছেন রাজকুমার। সেই ছবির শ্যুটিংয়ের স্মৃতি নিয়ে মুখ খুলেছেন তিনি একাধিকবার।
একটি সাক্ষাৎকারে রাজকুমার রাও জানান, 'ভীষণ অর্গানিক ভাবে আমরা 🧔ছবিটির প্রস্তুতি নিয়েছিলাম। ধীরে ধীরে তৈরি হয়েছিলাম। আমি আদতেই কঠিন পরিস্থিতির মধ্যে থাকতাম। আমরা যখন শ্যুটিং করছিলাম তখন ওখানে অনেকদিন খাবার বা জল ছিল না কোনও। একটা মানুষ বেঁচে💛 থাকবে কী করে? আমার কাছে ওটা রীতিমত মানসিক এবং শারীরিক নির্যাতনে পরিণত হয়েছিল। কিন্তু তাও গোটা প্রসেসটা আমি দারুণ উপভোগ করেছিলাম। আর ছবিটা মুক্তি পাওয়ার পরও দারুণ ভালো সাড়া পেয়েছিলাম।'
এমনকি যে বিপদ মেসেজ পাঠিয়েছিল তাঁর চরিত্রটি ছবিতে তিনি সেটাও নিজের রক্ত দিয়েই লিখেছিলেন। ফলে স্বাভাবিক ভাবেই এখান দিয়ে বোঝা যাচ্ছে তিনি ছবিটির জন্য ঠিক কতটা পরিশ্রম করেছিলেন। বা ক🍌ষ্ট সহ্য করেছিলেন। জানা গিয়েছে এই ছবিটির ꦆশ্যুটিং চলাকালীন তিনি খালি গাজর আর কফি খেতেন।
আরও পড়ুন: 'অতিরিক্ত খেটে অপমানি♔ত হওয়া নির্বোধের কাজ, তাই...' ফসিলসের শো নিয়ে বড় সিদ্ধান্ত রূপমের! কী জানালেন?
আরও পড়ুন: বনশালি আর ঋতুপর্ণ ঘোষের মিশেল রাম♍ কমল! রুক্মিণীর দাবি শুনে তাজ্জ𒈔ব নেটপাড়া
রাজকুমার রাওয়ের আগামী কাজ
রাজকুমার 💎রাওকে শেষবার স্ত্রী ২ ছবিতে দেখা গিয়েছে। বক্স অফিসে তুমুল ব্যবসা করেছে ছবিটি। এছাড়া গত বছর তাঁকে মিস্টার অ্যান্ড মিসেস মাহি, , ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিয়ো, ইত্যাদি ছবিতে দেখা গি🉐য়েছে। আগামীর তাঁকে দেখা যাবে মালিক এবং ভুল চুক মাফ ছবিতে।