কিছুদিন আগেই আচমকাই প্রকাশ্যে আসে 🃏যে হাসপাতালে ভর্তি রাখি সাওয়ান্ত। পালস অক্সিমিটার দিয়ে নিয়মিত চেক করা হচ্ছে অক্সিজেন লেভেল। বাদ যাচ্ছে বিপিও। সেই ছবি ভাইরাল হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। অনেকেই জিজ্ঞেস ক𒁏রতে থাকেন যে কী হয়েছে তাঁর? কোনও সঠিক উত্তর পাওয়া যায় না। কেউ আবার ভেবে নেন সবটাই বুঝি মিথ্যে। এবার নিজেই এই বিষয়ে মুখ খুললেন রাখি। জানিয়ে দিলেন সবটাই সত্যিই। তিনি সত্যিই অসুস্থ। জরায়ুতে টিউমার হয়েছে তাঁর।
রাখি সাওয়ান্তের হেলথ আপডেট
গতকাল ১৬ মে রাখি সাওয়ান্তের প𒀰্রাক্তন স্বামী রীতেশ সিং জানিয়েছিলেন যে রাখির জরায়ুতে টিউমার হয়েছে। এবার সেই খবরে সিলমোহর দিলেন খোদ অভিনেত্রী। জানালেন তাঁর জরায়ুতে ১০ স♋েমির একটি পেল্লাই সাইজের টিউমার আছে। আর সেটার জন্য শীঘ্রই তাঁর একটি অপারেশন হবে।
আরও পড়ুন: বরের জন্মদিনে বিশেষ আয়োজন ক্যাটের, ভিকিকে নিয়ে কোথায় গেলে✃ন সেলিব্রেট করতে?
আরও পড়ুন: প্রেমিকা কৌশানি তো ছিলেনই, এবার পদ্মের মায়া কাটিয়ে ঘাসফুলে যোগদান বনি൩র
রাখি সাওয়ান্ত জানিয়েছেন, 'আমি শীঘ্রই ভালো হয়ে যাব। আমার শরীরটা এখন একটু খারাপ। ১০ সেন𝔍্টিমিটারের একটা টিউমার ধরা পড়েছে। এই শনিবারই অপারেশন হবে। আমি বেশি কথা বলতে পারছি না আমার স্বাস্থ্য নিয়ে। কিন্তু রীতেশ আমার ব্যাপারে আপনাদের সব জানাবে।'
তিনি এদিন আরও জানান, 'একবার সার্জারি হয়ে গেলে আপনাদের সবাইকে সেই টিউমার দেখ🍌াব আমি। সার্জারির কদিন আগেই আমায় ভর্তি হতে হল কারন অন্যান্য জিনিসগুলো কন্ট্রোল আনার প্রয়োজন ছিল যেমন ব্লাড প্রেসার, ইত্যাদি। যদিও আমি পুরোটা জানি না। কারণ আমি চিকিৎসক নই। আমি অভিনেতা।' রাখির এই মন্তব্যের কথা টাইমস অব ইন্ডিয়ার তরফে প্রকাশ্যে আনা হয়েছে।
আরও পড়ুন: 'কষ্টকর, কিন্তু...' জামাইবাবুর অবসরের কথায় আব♋েগপ্রবণ সাহেব, সুনীলের সিদ্ধান্তকে সমর্থন করলেন?
রাখি এদিন সাফ সাফ জানিয়ে দেন তিনি তাঁর জীবনে অনেক বাঁধা বিপত্তি দেখেছেন। কিন্তু কখনই থেমে থাকেননি। তাঁর বিশ্বাস তিনি অপারেশন টেবিলেও জয় পাবেন। লড়াই করবেন। তিনি ভালো থাকবেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেই বিশ্বাস রাখ𝓡ির।