কয়েক সপ্তাহ আগেই মুক্তি পেয়েছে রকুলপ্রীত সিং অভিনীত নতুন হিন্দি ছবি ছত্রিওয়ালি। জি ফাইভে মুক্তি পেয়েছে এই ছবি। এই ছবি মুক্ত পাওয়ার পর গত দুই সপ্তাহ ধরে জি ফাইভের টপ পজিশন ধরে রেখেছে। এই ছবিতে যৌনতা, যৌন স্বাস্থ্যের গুরুত্ব, ইত্যাদি নিয়ে কথা বলা হয়েছে। ছবির মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছ🎶ে। রকুলপ্রীত হলেন এই ছবির মূল চরিত্র, বলা যায় তাঁর কাঁধের উপর ভর করেই ছবিটা এগিয়েছে। তাঁকে এখানে একটি ছোট শহরের কনডমের কোয়াল♍িটি টেস্টারের চরিত্রে দেখা গিয়েছে। তাঁর চরিত্রের নাম সানিয়া। এই ছবি এবং চরিত্র নিয়ে হিন্দুস্তান টাইমসকে একটি বিশেষ সাক্ষাৎকার দিলেন তিনি।
ছত্রিওয়💦ালি ছবিটি জি ফাইভে টপ পজিশনে রয়েছে। সেই বিষয়ে অভিনেত্রীর মত কী? রকুলপ্রীত জানান, 'যখনই ছবি দর্শকদের থেকে ভালো সাড়া পায়, প্রশংসা পায় ভালো লাগে। আর ছত্রিওয়ালি ছবিতে যেহেতু এমন একটা সেনসিটিভ টপিক দেখানো হয়েছে সেহেতু পুরুষ, মহিলা উভয়ের থেকে ভালো সাড়া পেয়ে ভালো লাগছে। সোশ্যাল মিডিয়ায় আমি রোজ মেসেজ পাই।'
কনডম ফ্যাক্টরি থেকে কাজের অফার পেলে সানিয়া প্রাথমিক ভাবে লজ্জা পেয়েছিল, কিন্তু এই ছবির অফার পেয়ে অভিনেত্রীর প্রতিক্রিয়া কী ছিল? কী জানালেন রকুলপ্রীত? অভিনেত্রীর কথায়, 'আমার মনে হয়েছিল বিষয়টা অন্তত জরুরি। আমি যদি জেদ ধরি যে কিছু করব বা করব না, তাহলে সেখান থেকে আমাকে কেউ টলাতে পারে না। আমি যে ছবিতে কাজ করি সবার আগে সেটা🦩কে বিশ্বাস করি, কারণ আমায় সেখানে অভিনয় করতে হবে। আমার আইডিয়াটা ভালো লেগেছিল। আর আমার এই ছবি নিয়ে যা যা প্রশ্ন ছিল সেগুলোর খুব সুন্দর উত্তর পেয়েছি পরিচালকের থেকে। আমি যখনই ছবির বিষয়টা বুঝলাম এবং বিশ্বাস করলাম তখন আমার মধ্যে আর কোনও বাঁধো বাঁধো ভাব ছিল না।
সেক্স এডুকেশন নিয়ে রকুলপ্রীত নিজে কী মনে করেন? তাঁর ভাবনা কী? এই বিষয়ে যদি তাঁকে বোঝাতে বলা♊ হয় তাহলে তাঁর বক্তব্য কী হবে? এই বিষয়ে তিনি বলেন, 'আমার মনে হয় সমস্যাটা হল আমরা সত্যি কথা বলি না, ঘুরিয়ে পেঁচিয়ে নানা অবা💝ন্তর কথা বলি। হার্টকে হার্ট বলা যেমন সহজ, ইউটেরাসকে ইউটেরাস বলা ততটাই সহজ। আমরা যত এই বিষয়ে আলোচনাগুলোকে স্বাভাবিক করব ততই সমস্যা কমবে। স্কুলের সিলেবাস থাকা উচিত এই বিষয়টা। কিন্তু আমি যেটা বুঝি না সেটা হল বিষয়টা নিয়ে মাঝে মধ্যে এত হাসার কী আছে? লজ্জা পাওয়ারই বা কী আছে? জিনিসটা বদলাতে হলে বাড়ি থেকেই সেটার শুরু করতে হবে।'
তবে ছত্রিওয়ালি নয়, এর আগেও অভিনেত্রীকে একাধিক এমন ছবিতে দেখা গিয়েছে যেখানে সামাজিক বার্তা আছে, যেমন ডক্টর জি। এই ছবিগুলি কি অভিনেত্রী সচেতন ভাবেই বেছে নেন? অভিনেত্রীর কথায়, 'আমি এর আগে ꦫকাটপুতলি, থ্যাংক গড, রানওয়ে ৩৪ ছবি করেছি। সেখানে এমন কোনও বার্তা ছিল না। ফলে এমন কোনও ব্যাপার নেই। যদি আমি ভালো স্ক্রিপ্ট পাই, আলোচনা করার মতো বিষয় হয়ꦆ আমি সেই কাজ করি।'