তিন দশক পুরোনো রামায়ণ-এর জনপ্রিয়তায় ভর করে গত বছর করোনা লকডাউনের সময় দেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেলের তকমা পেয়েছিল দূরদর্শন। পুরোনো নস্ট্যালজিয়াকে কাজে লাগিয়ে যে টিআরপি তালিকায় বাজিমাত করা যায় সে কথা আগেই প্রমাণিত। দেশের করোনার প্রভাব নতু𝓀ন করে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মহারাষ্ট্র জুড়ে জারি হয়েছে লকডাউন। এই আবহেই ফেꦚর ছোট পর্দায় ফিরছেন রামানন্দ সাগরের ‘রামায়ণ’। তবে এবার দূরদর্শনে নয়, বেসরকারি স্টার নেটওয়ার্কে সম্প্রচারিত হবে এই কাল্ট ক্লাসিক।
স্টার ভারত চ্যানেলে সম্প্রচার করা হবে ‘রামায়ণ’। সোম থেকে রবি, প্রতিদ🌄িন সন্ধ্যা সাতটার স্লটে টেলিকাস্ট হবে এই টেলিভিশন শো।
রামানন্দ সাগর নির্মিত মহাকাব্য আশ্রিত এই টিভি ধারাবাহিকে তিন প্রধান চরিত্র রাম, সীতা ও লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করেছিলেন যথাক্রমে অরুণ গোভিল, দীপিকা চিখলিয়া এবং সুনীল লাহিড়ী। ধারাবাহিকটি প্রথমে🗹 সম্প্রচার করা হয়েছিল ১৯৮৭ সালে। এরপর বেশ কয়েক বার টিভিতে তা প🎃ুনঃসম্প্রচার করা হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যায় রামায়ণ। তবে টেলিভিশনের পর্দায় এই ধারাবাহিক আজও জিয়া নস্ট্যাল করে দেয় লক্ষ লক্ষ ভারতবাসীর।