২০১৪ সালে রাজকুমার হিরানির ব্লকবাসꦉ্টার সাই-ফাই স⛦্যাটায়ার পিকে-তে আমির খানের সঙ্গে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর কাপুর। নিখিল কামাথের পডকাস্ট পিপল বাই ডব্লিউটিএফ-এ রণবীর আমিরের কাছ থেকে পাওয়া একটি মূল্যবান পরামর্শের কথা স্মরণ করেছিলেন।
যা বললেন রণবীর,
‘দু'বছর আগে ওঁর (আমির) সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি কাঁদছিলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম কী হয়েছে। এবং তিনি বলেছিলেন, 'আমি আমার জীবনের ৩০ বছর কাটিয়েছি এবং এই কয়েকবছরে আমার একমাত্র সম্পর্ক হয়েছে আমার দর্শকদের সঙ্গে, আমার বাচ্চাদের সঙ্গে আমার সম্পর্ক নেই🐟, আমার মায়ের সঙ্গে আমার সম্পর্ক নেই, তাঁর প্রাক্তন সꦅ্ত্রীর (কিরণ রাও) সঙ্গেও, তিনি তখন তার স্ত্রী ছিলেন’, বলতে শোনা গেল রণবীরকে।
‘এই পেশা তো এমনই। পুরোটা দিতে হবে। সুতরাং চেষ্টা থাক আপনার রিল ও রিয়েল লাইফের মধ্যে ব্যালেন্স রেখে 🐓চলার।’, নিজের কথায় যোগ করেন রণবীর।
গত বছর 'কফি উইথ করণ সিজন ৮'-এর একটি এপিসোডে সঞ্চালক করণ জোহরকে আমির বলেছিলেন, ‘এক বছর আগে আমি অনেক আত্মসমীক্ষার মধ্য দিয়ে গিয়েছিলাম। আমি অনুভব করেছি যে আমি আমার সম্পর্কগুলিকে আমার কাজের মতো লালন করি না। আমি বুঝতে পেরেছিলাম যে, আমি ইরা (মেয়ে) এবং জুনায়েদের (ছেলে) সঙ্গে ছোটবেলায় সঠিক সময় ব্যয় করিনি। গত কয়েক মাসে আমি একজন পরিবর্তিত মানুষ। আমি আমার পরিবার, সন্তান, কিরণের বাবা-মা, রিনার (প্রাক্তন স্ত্রী) বাবা-মা, আমার মা, বোন এবং ভাইয়ের সঙ♔্গে আরও বেশি সংযো🦋গ স্থাপন করি। আমি আমার কাজের বিনিময়ে তাদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পছন্দ করতাম। কিন্তু সেই সময়ে, আমি যা করছিলাম তা খুব আবেগের সঙ্গে অনুসরণ করছিলাম।’
আমিরের বড় ছেলে জুনায়েদ সম্প্রতি মহারাজের হাত ধরে বলিউডে পা রেখেছেন। চলতি বছরের শুরুর দিকে তার মেয়ে ইরা খানের বিয়ে হয়। আমিরকে আগামীতে সিতারে জমি🦩ন পার ছবিতে দেখা যাবে।
জুনেইদ খান সম্প্রতি মহারাজের হাত ধরে বলিউড𒁃ে পা রেখেছেন। চলতি বছরের শুরুর দিকে তার মেয়ে ইরা খানের বিয়ে হয়। আমিরকে আগামীতে সিতারে জমিন পার ছবিতে দেখা যাবে। যা লাল সিং চাড্ডা-র পর আসতে চলেছে।&🌺nbsp;