ছোটখাটো চেহারার, মিষ্টি স্বভাবের মেয়েটি শুধুমাত্র নিজের অভিনয়ের দক্ষতাতেই ♏একদিন সকলের হৃদয়ের রানি হয়ে উঠেছিলেন। সেই রানি মুখোপাধ্যায়ই রবিবার ৪৩-এ পা দিলেন। আর তাঁর জন্মদিনের দিনই অনুরাগীদের জন্য ঘোষণা করা হল বড় একটি খবর। রানির পরবর্তী ছবির নাম ঘোষণা করা হয় এ দিন।
মনীশা আডবাণী, মধু ভোজওয়ানি, নিখিল আডবাণীর যৌথ প্রযোজনায় ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে দেখা যাবে রানিকে। এই ছবিতে তাঁকে ঘিরেই গল্পের জাল বোনা হয়েছে। অসীমা ছিব্বরের পরিচালনায় 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির মূল কাহিনী সত্য ঘটনা অবলম্বনে তৈরি। ২০১১ সালে নরওয়েতে এক ভারতীয় দম্পতির সন্তানকে তাদের থেকে আলাদা করে দিয়েছিল নরওয়ের ওয়েলফেয়ার সার্ভিস। সেই বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র স্ক্রিপ্ট। সন্তানকে ফিরে পাওয়ার জন্য একജ মায়ের সংগ্রামই এই ছবির মূল বিষয়। কিছুদিনের মধ্যেই ছবির শুটিং শুরু হওয়ার কথা।
ছোটখাটো চেহারার, মিষ্টি স্বভাবের মেয়েটি শুধুমাত্র নিজের অভিনয়ের দক্ষতাতেই একদিন সকলের হৃদয়ের꧂ রানি হয়ে উঠেছিলেন। সেই রানি মুখোপাধ্যায়ই রবিবার ৪৩-এ পা দিলেন। আর তাঁর জন্মদিনের দিনই অনুরাগীদের জন্য ঘোষণা করা হল বড় একটি খবর। রানি🦹র পরবর্তী ছবির নাম ঘোষণা করা হয় এ দিন।
মনীশা আডবাণী, মধু ভোজওয়ানি, নিখিল আডবাণীর𝔉 যৌথ প্রযোজনায় ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে দেখা যাবে রানিকে। এই ছবিতে তাঁকে ঘিরেই গল্পের জাল বোনা হয়েছে। অসীমা ছিব্বরের পরিচালনায় 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির মূল কাহিনী সত্য ঘটনা অবলম্বনে তৈরি। ২০১১ সালে নরওয়েতে এক ভারতীয় দম্পতির সন্তানকে ꦫতাদের থেকে আলাদা করে দিয়েছিল নরওয়ের ওয়েলফেয়ার সার্ভিস। সেই বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র স্ক্রিপ্ট। সন্তানকে ফিরে পাওয়ার জন্য এক মায়ের সংগ্রামই এই ছবির মূল বিষয়। কিছুদিনের মধ্যেই ছবির শুটিং শুরু হওয়ার কথা।|#+|
বহু দিন পর ‘যশ রাজ ফিল্মস’-র ব্যানারের বাইরে বেরিয়ে রানি কাজ করতে চলেছেন। অ🦂ভিনেত্রী বলছিলেন, ‘সত্যি বলতে, আমার জন্মদিনের দিন জীবনের এক গুরুত্বপূর্ণ ছবির ঘোষণা করার মতো ভাল𝐆 কিছু হতে পারে না। ২৫বছরের অভিনয় জীবনের উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে একটিতে সাইন করতে চলেছি।’
তিনি আরও বলেন, ‘রাজা কি আয়েগি বারাত, এই ছবির হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেছিলাম। যেটা ছিল নারীকেন্দ্রিক ছবি। কিছুটা কাকতালীয় ভাবে আমার ২৫তম বছর༒েও এমন একটি ছবির নাম ঘোষণা করছি, যেটিও নারীকেন্দ্রিক। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে✱ লড়াই করে এবং গোটা দেশের বিপক্ষে গিয়ে একজন মায়ের গল্প বলা হয়েছে এখানে। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ এমন একটি ছবি, যা সমস্ত মায়েদের জন্য উৎসর্গীকৃত। আমার জীবনের এটি অন্যতম সেরা স্ক্রিপ্ট। অনেকটা সময় নিয়ে পড়েছি। তার পরেই ঠিক করে ফেলি, এই ছবি করব।’