চিরঘুমে শায়িত রতন টাটা। গায়ে রাখা ভারতীয় পতাকা। সম্পূর্ণ রা🌜ষ্ট্রীয় মর্যাদায় শেষকৃ💙ত্য সম্পন্ন হবে তাঁর। আর সেই জন্যই ১০ অক্টোবর ওরলি শ্মশানে নিয়ে যাওয়া হল তাঁর মরদেহ। পার্সি হওয়া সত্ত্বেও সেখানে হিন্দু আচার নিয়ম মেনেই দাহ করা হবে তাঁকে।
রতন টাটার শেষকৃত্য
রতন টাটা পার্সি হলেও এদিন হিন্দু☂ আচার অনুষ্ঠান অনুযাযী শেষকৃত্য হবে তাঁর। মুম্বইয়ের ওরলি শ্মশানে 🍨বিকেলে ইলেকট্রিক চুল্লিতে দাহ করা হবে তাঁকে। তবে এখানে শেষকৃত্যের আগে ৪৫ মিনিট প্রার্থনা করা হবে। তারপর শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুন: 'ভিতরের বাঙালি মেয়েꦯটা আনন্দে আত্মহারা' প্রথমবার টাইমস স্কোয়ারে দুর্গাপুজো! কী বললেন আমেরিকার বাঙ🉐ালি
শেষকৃত্যের আগে বৃহস্পতিবার নরিমান প্ল্যান্টের NCPA লনে সকালে রতন টাটার মরদেহ রাখা হয🍷়েছিল শেষ শ্রদ্ধা জানানোর জন্য। তাঁর মৃত্যুতে গোটা দেশে উৎসবের আমেজেও নেমে এসেছে শোকের ছায়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকজ্ঞাপন করেছেন। বাদ যাননি টলিউড , বলিউডের অভিনেতা, অভিনেত্রীরাও।
প্রসঙ্গত ৯ অক্টোবর, ব🐓ুধবার রাত সাড়ে ১১ টা নাগাদ শেষ নিঃ🌠শ্বাস ত্যাগ করেন রতন টাটা। তিনি কিছুদিন আগেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন রুটিন চেকআপের জন্য। তবে গতকাল সকাল থেকেই কানাঘুষোয় শোনা যেতে থাকে যে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। রাতেই ঘটে যায় দুর্ঘটনা ।
মৃত্যুকালে রতন টাটার বয়স হয়েছিল ৮৭ বছর । তিনি পদ্মভূষণ, পদ্ম বিভূষণ, সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন। প্রসঙ্গত এদিন শোক দিবস পালিত হচ্ছে মহারাষ্ট্র জুড়ে। বাতিল করা হয়েছে যাবতীয় সরকারি অনুষ্ঠান। আর একই সঙ্গে রতন টাটাকে ভারত রত্ন দেওয়ার দাবি উঠল মহারাষ্ট্র সরಞকারের তরফ থেকে।