দেব হচ্ছেন ব্যোমকেশ। একথা হজম করতে সমস্যা হয়েছিল অনেকেরই। কম বিতর্ক তো হয়নি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ⭕বেশ কথা কাটাকাটিও লেগে গিয়েছিল এই নিয়ে প্রযোজক রানা সরকারের। সে যাই হোক, এই বিতর্কে আপাতত দুজনেই ইতি টেনেছেন। বর্তඣমানে সামনে এসেছে দেব ‘ব্যোমকেশ’-এর অজিত এবং সত্যবতী হিসেবে দুটি নাম।
খবর বলছে, আইকনিক অজিত চরিত্রে দেখা মিলবে অম্বরীশের। নিসন্দেহে বড় চমক এটা দর্শকদের কাছে। আর সত্যবতী হিসেবে নাম আসছে মৌনি রায়ের। এটাই প্রথম টলিউড সিনেমায় কাজ হবে মৌনির। বর্তমানে যদিও তিনি রয়েছেন ডান্স বাংলা ডান্সে🔯র বিচারকের আসনে। তাই কলকাতায় আসা-যাওয়া লেগেই আছে। শোনা ꧂যাচ্ছে, পারিশ্রমিক নিয়ে কিছু সমস্যা আছে মৌনি আর নির্মাতাদের। তা মিটে গেলেই সব ফাইনাল হয়ে যাবে।
মে মাস থেকে শ্যুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। দেবের ব্যোমক🐼েশ মুক্তি পাওয়ার ক𝄹থা ১৫ অগস্টের সপ্তাহে।
অভিনেতা হিসাবে ইন্ডাস্ট্রিতে ১৭ হছর পূর্ণ হতেই ব্যোমকেশ হওয়ার ঘোষণা করেছিলেন দেব। লিখেছিলেন, ‘ইন্𒁃ডাস্ট্রিতে সাতেরো বছর পূর্ণ করে ফেললাম…. ঘোষণা করছি অভিনেতা হিসাবে আমার পরবর্তী ছবির। ‘ব্যোমকেশ দূর্গ রহস্য’, প্রযোজনায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মস। আপনাদের সবার আর্শীবাদ সঙ্গে চাই। কাস্ট অ্যান্ড ক্রু এবং পরিচালকের ঘোষণা করব শিগগির।'
পরে জানা যায় পরিচালকের কুর্সি সামলাবেন বিরসা দাশগুপ্ত। প্রথমে মনে করা হয়েছিল সত্যবতী হয়তো হবেন দেব-বান্ধবী ‘বিনোদিনী’ রুক্মিণী। এর আগে উত্তমকুমার, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, গৌ💝রব চট্টোপাধ্যায় বা সুশান্ত সিং রাজপুতের মতো অভিনেতারা পরদায় ব্যোমকেশ হয়েছেন। দেব কতটা পারেন সেই চরিত্রে নিজেকে ঢেলে দিতে এ🐻খন তাই দেখার।
আপাতত যদিও দেব রয়েছ🔜েন মলদ্বীপে। গত কয়েকদিন ধরেই তিনি নীল জলরাশিকে সামনে রেখে একের পর এক ছবি শেয়ার করে চলেছেন। এই ট্রিপে তাঁর সঙ্গী রুক্মিণী। দুজনে একই জায়গা থেকে আলাদা আলাদা ছবি দিয়ে চলেছেন ইনস্টায়। দেবকে ব্য়োমকেশ ছাড়াও দেখা যাবে বাঘা যতীনে। এই সিনেমার শ্যুট করতে গিয়ে দিন কয়েক আগে বড়সড় চোটও পান। সঙ্গে রাজনীতির দিকটাও সামলাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাঁধে যে দিয়েছেন বাংলার নতুন ব্র্যান্ড অ্🍰যাম্বাসেডরের দায়িত্ব।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )