প্রয়াত কৃষ্ণকুমার কুনাথ। শ্রোতাদের কাছে তিনি কেকে নামে বেশি জনপ্রিয়। শহর কলকাতার নজরুল মঞ্চের মতো জায়গায় শো করতে এসেছিলেন বিশিষ্ট শিল্পী। সেখান থেকে শো করে বেরিয়ে আসার পরই তাঁর মৃত্যুর খবর আসে। লক্ষ লক্ষ মানুষকে কাঁদিয়ে চলে গিয়েছেন কেকে। তাঁর মৃত্যুকে শোকস্তব্ধ ব✤িভিন্ন মহল।
IndiaToday.in-এর এক প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে, গায়ক তার জনপ্রিয় গান꧂গুলির একটি অ্যাকোস্টিক সংস্করণ পুনরায় রেকর্ড করার পরিকল্পনা করেছিলেন।
কেকে তার গানের অ্যাকোস্টিক সংস্করণ রেকর্ড করতে চেয়েছিলেন-
এক ঘনিষ্ঠ সূত্র IndiaToday.in-কে জানিয়েছেন, ‘গায়ক তাঁর হিট গানগুলির অ্যাকোস্টিক সংস্করণগুলি প্রকাশ করার বিষয়ে ভেবেছিলেন। গায়ক তার জনপ্রিয় গান যেমন প্যায়ার কে পল এবং খুদা জানে নিয়ে কাজ করার পরিকল্পনা করেছিলেন। কেকে-এর প্লেব্যাক গানগুলি ফিরিয়ে আনার বিষয় আলোচনা চলছিল।’ আরও পড়ুন: ক্লাস ৬ থেকে বন্ধুত্ব, প্রেমিকা জ্যোতিক✨ে বিয়ের জন্ꦑয সেলসম্যানের চাকরি করেন কেকে