রাজ কাপুর থেকে রণবীর কাপুর, বলিউডের ইতিহাসে এই পরিবারের অবদান অনস্বীকার্য। তবে বাড়ির মেয়ে-বউদের দিকে কিছুটা হলেও গোঁড়া ছিল এই কাপুর পরিবার। বাড়ির মেয়ে- বউরা সিনেমায় কাজ করবেন, এটা নাকি পছন্দ করতে না রাজ কাপুর। ফলত একটা সময় এই পরিবারের শুধু ছেলেরাই করতেন অভিনয়।
তবে এই প্রথা প্রথম ভাঙার সাহস দেখিয়েছিলেন রাজ কাপুরের বড় বউমা ববিতা কাপুর। তারপর রাজ কাপুরের দুই নাতনি করিশ্মা ও করিনাও অভিনয়ে আসেন। সফলতাও পেয়েছিলেন তাঁরা। আর এভাবেই ধীরে ধীরে কাপুর বাড়ির পুরনো রীতিতে বদল এসেছিল। তবে অভিনেত্রী হওয়া সত্ত্বেও বিয়ের পর অভিনয় ছেড়েছিলেন নীতু কাপুর। যদিও বর্তমানে তিনি ফের অভিনয় করছেন। ঋষি কাপুরের মেয়ে ঋদ্ধিমাও প্রথম মায়ের পথে হেঁটে অভিনয়ে আসেননি। পেশায় ডিজাইনার ঋদ্ধিমা নিজের ব্যবসা নিয়েই ছিলেন ব্যস্ত।
কিন্তু এবার ঋদ্ধিমাও প্রথা ভেঙে এগিয়ে আসতে চলেছেন নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। যদিও এখন আর পরিবারে মেয়ে-বৌমাদের অভিনয় নিয়ে কড়াকড়ি নিয়ম কাপুর পরিবারে আর নেই। সেসবই এখন অতীত কথা। কাপুর বাড়ির বৌমা আলিয়াও জমিয়ে অভিনয় করে চলেছেন। ভবিষ্যৎ-এ হয়তো রাহাকেও দেখা যাবে অভিনেত্রী হিসাবে।
আরও পড়ুন: ছোট্ট একটি বাচ্চার সঙ্গে নাচতে ব্যস্ত রাজ কাপুর, চিনতে পারছেন ছবির এই শিশুটিকে?
আরও পড়ুন: শুধু কেঁদেই চলেছি...', পহেলগাঁও হামলা উসকে দিল শৈশবের স্মৃতি! কী বললেন ভারতী?
তবে এই প্রথমবার নয়, ২০২৪ সালে ওটিটি শো ‘ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস’ - এর হাত ধরে অভিনয় শুরু করেছিলেন রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি। আৎ এবার বড়পর্দায় অভিষেক হতে চলেছে তাঁর।
সম্প্রতি নতুন কাজ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে খোলাখুলি কথা বলেছেন ঋদ্ধিমা। জানান, খুব শীঘ্রই বড়পর্দায় দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ছবির শ্যুটিং।
ঋদ্ধিমা বলেন, ‘হ্যাঁ, আমরা পাহাড়ে একটি সিনেমার শ্যুটিং করছি। তবে এই বিষয় নিয়ে বেশি কিছু বলতে পারব না। এইটুকু বলতে পারি, পাহাড়েই জুন মাস পর্যন্ত শ্যুটিং চলবে।'
তবে ঋদ্ধিমা কিছু না বললেও বেশকিছু প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই সিনেমায় কপিল শর্মার এবং ঋদ্ধিমার মা হিসাবে নীতু কাপুরকে অভিনয় করতে দেখা যাবে।
ঋদ্ধিমা সিনেমা নিয়ে কিছু না বললেও তিনি জানিয়েছেন, বড়পর্দায় তাঁর কাজ করার কথা শুনে পরিবারের সকলে ভীষণ খুশি। জানা যাচ্ছে, তিনি ইতিমধ্যেই শ্যুটিং ফ্লোর থেকে বেশকিছু ভিডিয়ো তিনি পরিবারের সকলকে পাঠিয়েছেন, যা দেখে বাড়ির অন্যান্যরাও সকলে খুব খুশি।
আরও পড়ুন: পায়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি অজিত, কেমন আছেন এখন?
আরও পড়ুন: সানি নয়, ‘জাট’ ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কে? দক্ষিণের এক বড় নাম
ঋদ্ধিমা আরও জানিয়েছেন, মায়ের সঙ্গে বেশিরভাগ সময় কাটানোর ফলে তিনি মনে কিছুটা জোর পেয়েছেন। শ্যুটিং করার আগে বারবার মায়ের সঙ্গে রিহার্সাল করে নেন তিনি। স্কুলে গরমের ছুটি পড়লে তাঁর মেয়েও তাঁর সঙ্গে দেখা করতে আসব, এই কথাও জানিয়েছেন রণবীরের দিদি।
তবে বড় পর্দায় আসার এই ব্যাপারটি যে পুরোপুরি আচমকা সেটাও জানিয়েছেন ঋদ্ধিমা। কোনও পরিকল্পনা ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পরিচালকের কাছে স্ক্রিপ্ট শুনে পছন্দ হয়ে যাওয়ায় অভিনয়ে সম্মতি জানিয়েছিলেন। ব্যাস এইটুকুই।