২০২০ সালে ২৯ এপ্🐟রিল ইরফান খানের মৃত্যুর খবর আসার একদিন পরেই আরও এক নক্ষত্রপতন ঘটে বলিউডে। না ফেরার দেশে পাড়ি দেন ঋষি কাপুর। ২০২০ সালের ৩০ এপ্রিল 🎃প্রয়াত হন তিনি। আর দেখতে দেখতে সেই দিনের ৪ বছর পেরিয়ে গেল। আর এই বিশেষ দিনে অভিনেতার বলে যাওয়া কিছু কথা ফিরে দেখা যাক। তাঁর সঙ্গে দাউদ ইব্রাহিমের দুবার দেখা হয়েছিল। কেমন ছিল সেই সাক্ষাৎকার। কী জানিয়েছেন সেই বিষয়ে তিনি?
দাউদ ইব্রাহিম প্রসঙ্গে ঋষি কাপুর
ঋষি কাপুর তাঁর আত্মজীবনী খুল্লামখুল্লা: আনসেন্সরড বইটিতে জানিয়েছেন যে তিনি একবার দাউদ ইব্রাহিমের 🌄সঙ্গে বসে চা খেয়েছিলেন। দাউদ ইব্রাহিম সেই ১৯৯৩ সাল থেকে ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিলেন। তাঁকে নিয়ে একাধিক বলিউড ছবিও তৈরি হয়েছে। তেমনই একটি ছবি হল ডি-ডে, যেখানে ঋষি কাপুর দাউদ ইব্রাহিম অনুপ্রাণিত চরিত্র গোল্ডম্যানের অভিনয় করেছিলেন।
এই বইতে ঋষি কাপুর দুবার দাউদের নাম করেছেন। জানিয়েছেন তাঁদের প্রথম সাক্ষাৎ ১৯৮৮ সালে হয়েছিল। তখনও তিনি ভারত ছেড়ে পালাননি। সেই সময় দুবাইয়ে আর ডি বর্মন এবং আশা ভোঁসলের একটি অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন ঋষি কাপুর। সেখানেই বিমানবন্দরে তিনি দাউদের সহকারীদের দেখতে পান। তাঁরা একাধিক বিমানবন্দরে ছিলেন যাতে ভিআইপিদের চলᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাচলের উপর নজর রাখতে পারেন। তখন দাউদের এক কর্মী এসে ঋষিকে একটি ফোন দিয়ে জানান 'দাউদ সাব আপসে বাত করেঙ্গে।' অর্থাৎ দাউদ স্যাꦅর আপনার সঙ্গে কথা বলবেন। এরপর দাউদ ঋষিকে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানান।
এরপর🔥 একটি 🍌রোলস রয়েস চড়িয়ে ঋষি এবং তাঁর বন্ধুকে নিয়ে যাওয়া হয় এই বিখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডনের বাড়িতে। আর এত গোলগোল ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁদের যে পথ চেনার কোনও অবকাশ থাকে না।
ঋষি যেহেতু মদ খে❀তেন না, তাই সেই ডন তাঁকে চা এবং বিস্কুট খে🗹তে দিয়েছিলেন। এরপর ঋষি জানান দাউদ তাঁকে বলেছিলেন, কোনও রকম সাহায্য সে আর্থিক হোক বা অন্য কিছু তাঁর কাছে যেন নির্দ্বিধায় চান অভিনেতা।
আরও পড়ুন: বরের পর এবার স্ত্রীর পালা! আসন্ন স্পাই থ্রিলারে আলিয়ার সঙ্গে দ𒊎ুর্ধর্ষ অ্যাকশনে ভিড়বেন ববি
এরপ🌌র আবার ১৯৮৯ সালে দাউদের সঙ্গে দেখা হয় ঋষি কাপুরের। সেই সময় একটি মলে স্ত্রী নীতুর সঙ্গে শপিং করছিলেন ঋষি। দাউদ তাঁদের কিছু কিনে দিতে চাইলে সেটা প্রত্যাখ্যান করেন অভিনেতা।
দাউদের বিষয়ে ঋষি তাঁর বইতে লিখে গেছেন, 'উনি আমায় খুব ভালোবাসতেন, ভালো ব্যবহার করত🎃েন।'