NABC -এর অব্যবস্থা নিয়ে খন সোশ্যাল মিডিয়ায় হট টপিক! জয়তী চক্রবর্তী দুদিন আগেই এবারের NABC বা নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সের বিষয়ে মুখ খুলতেই একে একে বহু শꦗিল্পীরাই তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন। প্রতিবা𝓡দে সরব হয়েছেন। তাঁদের অনেকেই মতে প্রতিবার শিল্পীদের এভাবে ডেকে নিয়ে গিয়ে অপমান করা অর্থহীন প্রতি বছরই নাকি শিল্পীরা গিয়ে নানা অব্যবস্থার মধ্যে পড়েন। তবে এবার সমস্ত কিছুকেই যেন ছাপিয়ে গিয়েছে সবটা। ফলে প্রতিবাদে সরব হয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, বিদিপ্তা চক্রবর্তী, পণ্ডিত অজয় চক্রবর্তী, প্রমুখরা।
প্রথম ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতে আমেরিকায় বসেই একটি লাইভ করেন জয়তী চক্রবর্তী। সেখানে তিনি জানান তাঁদের এক সময় এবং অনুষ্ঠান সূচি বলে নিয়ে গিয়ে সেখানে একদম আলাদা শিডিউলে চলা ✅হয়। তাঁদের হোটেলের ঘরে ঢুকতেও নানা সমস্যায় পড়তে হয়, অনেককেই বাধ্য হয়ে অন্যের সঙ্গে ঘর শেয়ার করতে হয়। দুপুরের খাবার তাঁদের কাছে পৌঁছে দেওয়া হয় বিকেল ৪ টেয়।
ফেসবুকে যখন এসব নিয়ে চর্চা তুঙ্গে। পণ্ডিত অজয় চক্রবর্তীকে বিপদের মধ্যে পড়তে হয়েছে সেটা নিয়ে ছি ছি চলছে তখন এই গোটা প্রতিবাদককেই কটাক্ষ করলেন ঋত্বিক। তাঁর কথা বলা পুতুলের মাধ্যমেই বলে দিলেন ত𝔍াঁর মনের ভাব।
আরও পড়ুন: রাজদীপের ‘পঞ্চমী’র সফর শেষ, নেপথ্যের কারণ জানিয়ে বললেন, 'আচমকা নয়🅠, আমি...'
ঋত্বিকের পুতুল তাঁকে জিজ্ঞেস করে, 'ব্যঙ্গ সম্মেলন কোথায় হয় বদ্দা?' উত্তরে ঋত্বিক বলেন𝔉 এখানে। সেটা শুনেই পুতুল ফের বলে ওঠে, 'ও, আমরা করলে দোষ নেই, নর্থ আমেরিকায় হলেই দোষ!' ঋত্বিক যখন তাকে বলে ওখানে তো এসব হওয়ার কথা নয়। সেটা শুনেই পাল্টা জবাব দিয়ে পুতুল বলে, 'তাও তো ওরা পারল। প্রতিবছর এসব ব্যঙ্গ, রঙ্গ, ট্যাঙ্গো হয়। সেটা তো চাট্টিখানি কথা নয় বদ্দা!' এরপরই এই প্রতিবাদকে কটাক্ষ করে সেই পুতুল বলে ওঠে, 'আসছে বছর আবার হবে বদ্দা। তখন ব্যঙ্গকে বলবে রঙ্গ। নতুন চেহারায়, নতুন মোড়কে এবারের নতুন সম্মেলন, রঙ্গ সম্মেলন।'