ঋত্বিক চক্রবর্তী খুব সক্রিয় ভাবে আরজি কর কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালিখি করছেন। এদিন একটি সাক্ষাৎকারে তিনি 🙈মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসবে ফেরার নির্দেশ প্রসঙ্গে মুখ খুললেন। একই সঙ্গে বাদ দিলেন না পুজোয় বাংলা ছবির ব্যবসা কেমন হতে পারে সেই নিয়ে নিজের মতামত জানাতে।
আরও পড়ুন: 'মুখ্যমন্ত্রী হিসেবে যেটুকু বলার...' মমতার উৎসবে ফেরার বক্তব্যকে সমর𓆏্থন ইশার? পুজো প্ল্যানিং নিয়ে কী বললেন?
মমতার উৎসবে ফেরা মন্তব্য নিয়ে কী বললেন ঋত্বিক?
এদিন টলি টাইমকে দেওযܫ়া একটি সাক্ষাৎকারে ঋত্বিক সাফ জানান 'এটা তো দুর্গোৎসব। অসুর বিনাশের পর দুর্গাপুজো হয়। আগে সেটা হোক। বিনাশ হলে তারপর মানুষ নিশ্চয় উৎসবে ফিরবে।' একই সঙ্গে তিনি বলেন, 'উৎসবে ফিরে আসার মতো মন মেজাজ নেই। আর এটা ব্যক্তিগত ব্যাপার একটা। কেউ কাউকে ঘাড় ধরে উৎসবে ফেরাতে পারেন না। তবে প্রতি বছরই কিন্তু কিছু মানুষের মন পুজোর সময় ভারাক্রান্ত থাকে নানা কারণে। এবারও থাকবে। এটাই।'
পুজোয় বাংলা ছবির ব্যবসা নিয়ে কী বললেন ঋত্বিক?
এদিন এই সাক্ষ෴াৎকারে ঋত্বিক পুজোয় বাংলা ছবির ব্যবসা প্রসঙ্গে বলেন, 'আমরা যে কাজটা করি সেটা তো বিনোদন জগতের কাজ। এখন মানুষের সামগ্রিক ভাবে যদি মুড খারাপ থাকে, মানুষ যদি কোনও কারণে রেগে থাকে বা দুঃখে থাকে তাহলে সে কতটা বিনোদিত হতে চায় তাহলে সেটা অবশ্যই একটা প্রশ্ন। কিন্তু আমি কাউকে বলতে পারি না বিনোদনে ফিরে এসো। তবে আমরা যে কাজ করি সেটা বিনোদন নয♈়, সেটা কাজ আর চার পাঁচটা কাজের মতোই। আমরা যখন কাজ করি আমরা বিনোদিত হই না। কিন্তু আমাদের কাজটা অন্যদের বিনোদন দেয়। কিন্তু সেই কাজ কীভাবে মানুষকে বিনোদন দেবে সেটা সময় অনুযায়ী বিচার হবে। সবই সময় অনুযায়ী বিচার হয়।'
তিনি এদিন আরও বলেন, 'যখন ছাত্রদের পরীক্ষা💙 চলে তখন সিনেমা রিলিজ হয় না। ফলে সময় সমাজ কীভাবে চলছে সেটার উপর সব নির্ভর করে।'
প্রসঙ্গত এই পুজোয় ঋಌত্বিক চক্রবর্তীরও একটি ছবি আ🐎সছে। রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান মুক্তি পাবে। সেখানে ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে।