ꦓ ১ জুন এবারের লোকসভা নির্বাচনের শেষ দিন। টানা প্রায় দেড় মাসের বেশি সময় ধরে চলা এবারের ভোট পুজোর শেষদিনের আগে প্রধানমন্ত্রীর নাম না করেই তাঁকে কটাক্ষ করে বসলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তিনি বরাবরই চাঁচাছোলা। বেগতিক কিছু দেখলে কটাক্ষ করতে বা প্রতিবাদ করতে বা সুর চড়াতে ভোলেন না। সোশ্যাল মিডিয়াতেও প্রবল ভাবে সক্রিয় তিনি। নানা সময় নানা ঘটনা নিয়ে সরব হয়েছেন তিনি তাঁর মতো করে। এবার মুখ খুললেন নরেন্দ্র মোদীর উসকে দেওয়া গান্ধী বিতর্ক নিয়ে।
কী নিয়ে বিতর্ক হয়েছে?
🎀কিছুদিন আগে এবিপি নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন ১৯৮২ সালে অস্কারজয়ী গান্ধী ছবিটি মুক্তি পাওয়ার আগে নাকি ভারতের বাইরে, গোটা বিশ্বে মহাত্মা গান্ধীকে সেই অর্থে কেউ চিনতেন না। সেই ছবির হাত ধরেই নাকি তিনি বিশ্ব মঞ্চে পরিচিতি পান। নমো এ হেন উক্তি করার পর তাঁকে বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়েছে। এবার সেই দলে নাম লেখালেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও।
কী লিখলেন ঋত্বিক চক্রবর্তী?
♎এদিন নাম না করেই অভিনেতা একটি পোস্ট করেন। সেখানেই ঋত্বিক তুলে আনেন গুজরাট দাঙ্গার কথা। তিনি তাঁর পোস্টে এদিন লেখেন, 'প্রলাপ এক দুই ও তিন। ১) মাছের ঝোল বলে একটা সিনেমা হয়েছিল। তার আগে অ্যাটেনবরো কিন্তু মাছের ঝোল নিয়ে কিছুই জানতেন না। এমনকি পরেও। ২) বিবেক ওবেরয় বলে এক অভিনেতাকে চিনতাম। তারপর প্রধানমন্ত্রীর নাম ভূমিকায় অভিনয় করাতে ওকে আর আজকাল কেউ বিশেষ চেনে না।' শেষ পয়েন্টে এসে লেখেন, '৩) ২০০২ সালের ২৭ শে ফেব্রুয়ারীর পর উনি সারা পৃথিবীতে কুখ্যাত হয়ে যান। এবং অনেকে ওকে চিনে ফেলে।'
আরও পড়ুন: '🐬ঘণ্টা টিপে দাও গাইজ...' আইপিএলের ট্রফি জিতেই ব্লগিংয়ের চেষ্টা রিঙ্কুর! কথা শুনে হেসে খুন নেটপাড়া
আরও পড়ুন: ♛১০ বছর পর ট্রফি জয় কেকেআরের, গর্বিত শাহরুখ লিখলেন, 'তোমাদের সবাইকে ভালোবাসি'
কে কী বলছেন?
𝓰অনেকেই ঋত্বিক চক্রবর্তীর এই পোস্টকে সমর্থন করেছেন। এক ব্যক্তি লেখেন, 'পেটে ভাত নেই। শিক্ষা নেই। অসুখ করলে আমরা জাস্ট মরে যাই! প্রলাপই তো গুলিয়ে দেওয়ার মোক্ষম অস্ত্র!' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'নাজুক নাজুক! দারুণ লিখেছেন।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'গুটিকয়েক কয়েকজনের মধ্যে আপনি আছেন।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'ওঁরা কি জানেন না, ভুলভাল বলছেন! বেশ জানেন, তবুও বলবেন, কারণ জানেন এটা বললে তবে এটা নিয়েই এখন চর্চা হবে। সেটাই ওঁরা চান, যাতে আসল বিষয়গুলো ধামা চাপা পড়ে যায়।'