সাত বছর পর পরিচালকের কুর্সিতে বসেছেন করণ জোহর। ধামাকা একটা যে হবে তা আগে থেকেই আঁচ করা গিয়েছিল। আর হল তেমনটাই। অনেকেই ভেবেছিলেন করোনা পরবর্তী টালমাটাল বাজারে হয়তো সেভাবে সাফল্য পাবে না ‘রকি অউর রানি কি প্রেম ক🐈াহানি’। যদিও তেমনটা হল না মোটেই। প্রাথমিক রিপোর্ট বলছে, প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহ থেকে ৭০ কোটিরও বেশি ঘরে তুলেছে এই সিনেমা। বুধবার ছবির আয় ৬.৯ কোটি। সোমবার বা মঙ্গলবারের থেকে আয়ের অঙ্ক খানিক কম হলেও, সপ্তাহের মাঝামাঝি সময়ে এসে তা মন্দ নয়।
আলিয়া ভাট ও রণবীর কাপুরের এই সিনেমা প্রেক্ষাগৃহে খಌাতা খুলেছিল ১১.১⛄ কোটি দিয়ে। তবে শনি ও রবিতে এসে সেই আয় বেড়ে যায় অনেকটাই। প্রথম তিন দিনে ছবি আয় করে ৪৫.৯০ কোটি।
২০২৩ সালে খুব কম ছবি বলিউডে সাফল্যের মুখ দেখেছে। পাঠানের আয় ছিল দেশের বাজারে ৫৪৩.০৫ কোটি, কেরালা স্টোরি ২৪২.২০ কোটি। আপাতত এই দুটি সিনেমাকেই হিটের তকমা দেওয়া যায়। অ♏ন্য দিকে, ‘তু ঝুথি মে মক্কার’, ‘আদিপুরুষ’ এবং ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিগুলি ১০০ কোটি আয় করলেও বাজেট বেশি থাকায় হিটের তালিকায় ঢুকতে পারেনি। সেদিক থেকে ‘জারা হটকে জারা বচকে’ যে ছবির আয় ৮৭.৪৫ কোটি তাকে হিট বলা চলে, কারণ এই সিনেমার বাজেট ছিল অপেক্ষাকৃত অনেক কম। তালিকায় রাখা যায় সত্যপ্রেম কি কথা সিনেমাটিকেও।
মনে রাখতে হবে, করণ জোহরের𓃲 ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ কিন্তু হলিউড থেকে বেশ কড়া কম্পিটিশন পেয়েছে। কারণ ওপেনহেইমার, বার্বি এবং মিশন ইম্পসিবল ৭ ভালোই চলেছে ভারতের বক্স অফিসে। তবে সিনেমা নিয়ে সমালোচক ও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় হয়তো দ্বিতীয় সপ্তাহান্তে আরও বাড়বে আয়। লাভের অঙ্ক দেখতে পারবেন করণ জোহর বলেই প্রাথমিক অনুমান।
বাংলার দর্শকরা বিশেষ ভাবে পছন্দ করেছে রকি অউর রানি। যার অন্যতম কারণ ছবির বাঙালি অ্যাঙ্গেল। নায়িকা রানি অর্থাৎ আলিয়া এখানে বাঙালি। সঙ্গে 𒀰বাংলা থেকে দুই তারকাও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। চূর্ণী গঙ্গোপাধ্যায় হয়েছেন আলিয়ার মা আর টোটা রায়চৌধুরী হয়েছেন আলিয়ার বাবা। সিনেমায় একটি দৃশ্য টোটার ‘ডোলা রে’-তে নাচের ভিডিয়োও🔯 প্রশংসা পাচ্ছে অনলাইনে। এছাড়াও ছবিতে রয়েছেন জা বচ্চন, শাবানা আজমি আর ধর্মেন্দ্র।