করোনা পরবর্তী বাজারে বেশ ভালোই ফল করল রকি অউর রানি কি প্রেম কাহানি। করণ জোহরের পরিচালনায় ধর্মা প্রোডাকশনের ব্যানারে মুক্তি পায় এই সিনেমা। সোমবার সোশ্যাল পোস্টে করণ জানালেন, ছবি বܫিশ্বজুড়ে বক্স অফিসে ২০০ কোটির ܫউপর ব্যবসা করেছে। আর সিনেমার সাফল্য উৎসর্গ করে দিলেন ছবির কাস্ট আর ক্রুদের। জানালেন সিনেমা মুক্তির সময় কীভাবে উদ্বেগে ভুগছিলেন। একসময় ভেবেছিলেন, হয়তো তাঁকে আইভি ড্রিপ দেওয়ারও প্রয়োজন হয়ে পড়বে।
করণ জোহর তাঁর সোশ্যাল পোস্টে লিখলেন, ‘সিনেমা মুক্তির আগে আমি বুঝতে পেরেছিলাম যে কোনও সময় আমার আইভি ড্রিপের প্রয়োজন পড়বে। আমি নিজেকেই প্রশ্ন করছিলাম এটা কি ৭ বছরের লম্বা বিরতি নেওয়ার কারণ, নাকি শেষ তিন বছর, নাকি বর্তমান সময়ের অনিশ্চিত বক্স অফিস। কিন্তু ২৮ জুলাই আমাকে শান্তি দেয়, যা কৃতজ্ঞতা আর নিছক আনন্দ ছাড়া আর কিছুই নয়। এই সিনেমা টিম এনার্জি আর ভালোবাসার জ্বলন্ত প্রতিফলন।’ আরও পড়ুন: ‘কোই মিল গ্যয়া’ বানাতে রাজি ছিলেন না রাকেশ, কার সাহায্যে꧑♓ বাবাকে রাজি করান হৃতিক?
নিজের পোস্টে গল্পের লেখক শশাঙ্ক খৈতান ও সুমিত রায় থেকে শুরু করে পোশাক ডিজাইনার মণীশ মলহোত্রা, কোরিওগ্রাফার বৈভবী🍰 মার্চেন্ট-- কাস্ট আর ক্রু-র প্রতিটা সদস্যকে ধন্যবাদ জানান করণ।
আলিয়া আর রণবীর🔥ের জন্য এই পোস্টে করণ জোহর লেখেন, ‘𒐪রকি আর রানি, তোমাদের আলাদা করে লাভ লেটার লিখব। শুধু বলতে চাই এই প্রেমকাহিনির অবিচ্ছেদ্য অংশ তোমরা। তোমরা শুধু এই সিনেমায় নিজেদের সেরাটাই দাওনি, সঙ্গে আমাকে ভালোবাসা আর উৎসাহ জুগিয়ে গিয়েছ। তোমাদের দুজনকেই অনেক অনেক ভালোবাসি আমি। আশা রাখি, খুব জলদিই আমরা আবার একসঙ্গে কাজ করব।’
আলিয়া আর রণবীর ছাড়াও ছবিতে দেখা মিলেছে ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চনদের মতো সিন🎃িয়র তারকাদের। সঙ্গে বা⛦ংলা থেকে দুই শিল্পী কাজ করেছেন এই সিনেমাতে টোটা রায় চৌধুরী আর চূর্ণী গঙ্গোপাধ্যায়। আলিয়া অর্থাৎ রানির বাঙালি মা-বাবা হিসেবে দেখা গিয়েছে দুই শিল্পীকে।
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ২🌸৮ আগস্ট মুক্ไতি পেয়েছে এবং সমালোচক এবং তারকাদের কাছ থেকে উষ্ণ প্রতিক্রিয়া পেয়েছে। দ্বিতীয় সপ্তাহেও চুটিয়ে ব্যবসা করছে এই সিনেমা। এরই মধ্যে ছবিটি বিশ্বব্যাপী ২০০ কোটির বেশি আয় করেছে। এবং ১০ দিনে ঘরোয়া বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।