রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিটি একাধিক বাস্তব জীবনের ঘটনা থেকে বলা ভালো জুটির গল্প থেকে অনুপ্রাণিত হয়ে থাকতে পারে, তবে সেই জুটিগুলির অন্যতম কিন্তু বলিউডের সেরা জুটি। ভাবছেন কারা? অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্না। অন্তত তেমনটাই জানালেন খোদ এই ছবির পরিচালক করণ জোহর। পরিচালক একটি সাক্ষাৎকারে জানান এই জুটির গল্পই হয়তো অবচেতন ভাবে তাঁকে রকি আর রানিরܫ চরিত্র তৈরি করতে সাহায্য করেছে।
অক্ষয় টুইঙ্কেলকে নিয়ে করণের মত
মিডডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে করণ বলেন, 'অবচেতন ভাবে ওরা হয়তো আমাকে অনুপ্রাণিꦑত করেছে। ওদের বিয়ের আগে দারুণ বন্ধুত্ব ছিল। আমি ওদের সঙ্গে সময় কাটিয়েছি, খাবার খেয়েছি। আর ওদের সঙ্গতে একটা অদ্ভুত শান্তি আছে। ওরা অন্যের কথায় হাসির খোরাক পায়। তাই আমার ওদের দেখে কখনও মনে হয়নি যে সমাজের দুটো স্তরের মানুষ হলেও, আরꦫ্থিক অবস্থা আলাদা হলেও ভালোবাসা যায় না। বরং অনেক বেশি করে ভালোবাসা যায়।'
অক্ষয় এবং টুইঙ্কেল প্রসঙ্গে
১৯৯৯ সালে ইন্টারন্যাশনাল খিলাড়ি ছবি করার সময় একে অন্যের প্রেমে পড়েন অক্ষয় এবং টুইঙ্কেল। তাঁরা ২০০১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর তাঁদের দুটি সন্💞তান আরভ এ𝕴বং নিতারার জন্ম হয়।
আরও পড়ুন: নমꦐস্কার কলকাতা, কেমন আছো সবাই?', অতি কষ্টে বললেন আলিয়🦹া
আরও পড়ুন: ‘রণবীরকে এতটা অশিক্ষিত….’ মুক্তির আগেই বিতর্কে করণের রকি অউর🎃 রানি কি 🍸প্রেম কাহানি