সাময়িক বিরতি নিয়ে আবারও ছোট পর্দায় ফিরছেন রোহন ভট্টাচার্য। স্টার জলসার নতুন ধারাবাহিক তুমি আশেপাশে থ𝐆াকলে ধারাবাহিকে মুখ্য পুরুষ চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁর এই নতুন সফর শুরুর আগে মুখোমুখি হয়েছিলেন☂ হিন্দুস্তান টাইমস বাংলার।
এতদিন পর আবারও ছোট পর্দায় ফিরে কেমন লাগছে?
রোহন: আমায় অনেকেই বারবার জিজ্ঞেস করেছেন আমি আবার কবে ছোট পর্দায় ফিরব, বলেছিলাম ভালো প্রজেক্ট পেলে। প্রথমে অন্যান্য কিছু কমিটমেন্ট মানে সিনেমা, সিরিজের জন্য এখান থেকে বিরতি নিয়েছিলাম। তারপর ঠিক করি এখানে তখনই ফিরব যখন খুব ভালো প꧟্রজেক্ট পাব। ১৭টা অফার ফেরানোর পর এটা পাই। আর এই ১৮ নম্বর অফার আসতেই হ্যাঁ বলি গল্প শুনে। আমি স্টার জলসার কাছে কৃতজ্ঞ যে এমন একটা প্রজেক্টের জন্য আমায় ভেবেছে।
আপনার চরিত্রটা কেমন? এটা কোথায় আলাদা আপনার করা বাকি চরিত্রগুলির থেকে?
রোহন: এই গল্পে আমাদের চরিত্রের নাম দেব এবং পারো। একটা ড্রিমি ব্যাপার আছে। আসলে গল্পটাই একদম অন্যরকমের। তাই তো গল্পটা শুনেই হ্যাঁ বলে দিয়েছিলাম। আমি এর আগে যে কটা ধারাবাহিক করেছি যেমন ভজ গোবিন্দ, ডান্স 🐼ডান্স সবটাই একে অন্যের থেকে আলাদা। আমি এবারও চেয়েছিলাম একদম অন্যরকমের কিছু করতে। বাকিটা♊ ধারাবাহিক শুরু হলেই সবাই বুঝতে পারবেন।
আরও পড়ুন: বাংলা মিডিয়ামকে সরিয়ে হটকে লাভ স্টোরি নিয়ে আসছেন অঙ্গনা-রোহন, বললে꧅ন, 'বেঙ🥀্গল টপার হবো'
এতদিন পর চেনা জগতে ফিরে কিছু পরিবর্তন লক্ষ্য করলেন?
রোহন: না, তেমন কিছু পরিবর্তন দেখিনি। তবে টিমটা এতো ভালো পেয়েছি যে শুট করে দারুণ মজা পাচ্ছি। ভালো লাগছে ভীষণ কাজ করতে। আমরা যেভাবে শুট করছি বাং🐬লা ধারাবাহিকেও এর আগে এভাবে কাজ হয়নি। তাছাড়া আমার সহ-অভিনেত্রী, অঙ্গনাও ভীষণ ট্যালেন্টেড। তাই সবটা মিলিয়েই কাজ করতে ভীষণ ভালো লাগছে।
নতুন ধারাবাহিক নিয়ে নার্ভাস লাগছে?
রোহন: সত্যি বলব? একেবারেই না। বরং আমি ভীষণ কনফিডেন্ট। আমি না ফিল করতে প🌼ারছি যে কাজটা কতটা ভালো হতে চলেছে। আমি শিওর আমরা বেঙ্গল টপার ಞহয়েই শুরু করব।