প্রায় তিন দশক হয়ে গিয়েছে টেলিভিশনে টেলিকাস্ট হত ‘মহাভারত’। সেখানে দ্রৌপদীর চরিত্রে অভিনয় করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। এখনও অভিনেত্রীর কাছ😼ে সেই দিনগুলি প্রাণবন্ত। সেই দিনগুলিতে ভোরবেলা মুম্বইয়ের ফিল্ম সিটিতে পৌঁছানো, মেকআপ করা সবটাই যেন এখনও চোখের সামনে ভাসে রূপা গঙ্গোপাধ্যায়ের।
আশির দশকের সেই দিনগুলির স্মৃতিচারণায় বছর ৫৫-এর অভিনেত্রী তথা রাজনীতিবিদ। শ্যুটিংয়ের ব্যস্ত শিডিউলের কারণে মহাকাব্য সিরিজ টেলিভিশনে টেলিকাস্ট হলেও তিনি সেই সময় 🦂দেখতে পাননি বলে জানিয়েছেন।
কলকাতায় জন্ম অভিনেত্রীর। বর্তমানে তিনি রাজ্যসভার সদস্য। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে টেলিভিশনে কাজের অভিজ্ঞতা এবং আনন্দ সম্পর্কে অকপট রূপা। অভিনেত্রীর কথায়, ‘করোনা এবং লকডাউনের সময় টেলিভিশনে আবার যখন রামায়ণ এবং মহাভারত পুনঃরায়✱ টেলিকাস্ট হয়, সেই সময় আমি দেখার সুযোগ পাই। আমার সত্যিই দারুণ লেগেছে। শ্যুটিংয়ের দিনগুলি সম্পর্কে এটি আমাকে খুব নস্টালজিক করে তুলেছিল।’
অভিনেত্রী আরও বলেন, ‘বম্বের জুহুর হোটেল থেকে আমাকে🌜 প্রতিদিন ফিল্ম সিটি যেতে হত। আমাকে ভোর ৫টার মধ্যে মেকআপ রুমে প্রবেশ করতে হত। শ্যুটিং শুরু হত সকাল ৭-টায়। প্রতিদিন দেড় ঘণ্টা কিংবা তারও বেশি সময় ধরে আমার মেকআপ চলত। লম্বা চুল, বিশেষ পোশাক এবং অন্যান্য অনেক জিনিসও পরতে হত। সেই কা🌸রণে সময় লাগত। আমি অন্যান্য অভিনেতাদের তুলনায় আগে সেখানে পৌঁছতাম।’
প্রযোজক-পরিচালক জুটি বি আর চোপড়া এবং রবি চোপড়া স্ক্রিনে তুলে ধরেছিলেন ‘মহাভারত’। ১৯৯০ সাল পর্যন্ত টানা দু-বছর টেলিভিশনে টেলিকাস্ট হয়েছিল এই শো। প্রতি রবিবার সকালে, আক্ষরিক অর্থে প্রতি♓টি পরিবার সেই সময় ‘মহাকাব্য সিরিজ’ দেখার জন্য টিভি সেটের স🔴ামনে বসতেন।