তারকাদের ‘কোন্দল’ কোনও নতুন ঘটনা নয়। তবে তাঁরা যদি একই রাজনৈতিক দেলর অন্তর্গত হন, তাহলে সমস্যা বাড়ে বৈকি! এমনিতেই সামনে লোকসভা ভোট। কাঁধে ಌকাঁধ মিলিয়ে ভোট পাওয়ার লড়াই করার সময়। আর সেই সময়তেই নাকি বিজেপির দুই তারকা নেতা জড়ালেন বিতর্কে। হিরণ চট্টোপা꧙ধ্যায় এবং রুদ্রনীল ঘোষের মধ্যে চলা কথা কাটাকাটি এখন খবরের শিরোনামে।
হিরণ সম্প্রতি আঙুল তুলেছেন রুদ্রনীলের দিকে। বলেছেন, চোরেদের প্রযোজিত সিনেমায় অভিনয় করছেন রুদ্রনীল। তাই নাকি ‘চুরিতে’ পরোক্ষভাবে যুক্তও হয়ে পড়েছেন। যা শুনে রুদ্রনীলের জবাব, হিরণ দীর্ঘদিন কাজ করেন না টলিউডে। তাই অনেক কিছু জানলেও, সবটা জানেন না। আরও পড়ুন: ‘সত্যিটাকে মেনে নিতে হয়…’, ঐন্দ্রিলার মৃত্যুবার্ষিকীতে মন 🔯কাঁদছে সব্যসাচীর!
শুরুটা হল উৎসবের আবহেই। পুরুলিয়া শহরের ১৭ নম্বর ওয়ার্ডে এক বিজেপি নেতার বাড়ির জগদ্ধাত্রী পুজোয় আমন্ত্রিত ছিলেন হিরণ। আর সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের দলের লোকের দিকেই হঠাৎ তোলেন আঙুল। হিরণকে বলতে শোনা যায়, ‘উনি (রুদ্রনীল) যাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন একসময়, এখন তাঁদের ছবিতেই কাজ করছেন। যাঁদের যাঁদের ছবিতে কাজ করছেন তাঁরা তো শেষ পর্যন্ত চোরই। সংসার চালাতে হবে অভিনেতা হিসেবে। সেই জন্য বলছি, উনি প্রত্যক্ষ ভাবে নয়, পরোক্ষ ভাবে এই চোরেদের সঙ্গে যুক্ত।’ আরও পড়ুন: কিয়ার𒈔াকে ভালোবেসে ℱকী নামে ডাকেন সিদ্ধার্থ? কফি উইথ করণে ফাঁস শেরশাহ জুটির গল্প
এখানেই থেমে থাকেননি হিরণ। আরও বলেন, ‘অভি🐻নেতা-অভিনেত্রীরাই বা কী করবে। তাঁদেরও তো অভিনয় করতে হবে।ไ কে গোরু চুরির টাকায় সিনেমা বানাচ্ছে দেখতে বসলে তো সমস্যা।’
রুদ্রনীলও ছেড়ে দেওয়ার পাত্র নন। হিরণকে জবাব দিয়ে বলেন, ‘আসলে হিরণ এখন সম্পূর্ণভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। সময়ের অভাবে সিনেমাও করছে না। আমি 🙈যে দল করি, উনি সেই দলেরই বিধায়ক। তাই উনি টলিউড সম্পর্কে অনেক কিছু জানলেও, সবটা জানেন না।’ সঙ্গে প্রশ্ন তোলেন, ‘যাদের উনি চোর বলছেন, তাঁদের নামে পুলিশে অভিযোগ করছেন না কেন? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআইয়ের কাছে যাচ্ছেন না কেন?’
তবে বাংলার দুই হেভিওয়েট নেতার এহেন তরজায় বেশ অস্বস্তি🐽তে পড়েছে বিজেপি। রাজ্য বিজেপির অন্যতম প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন। জানিয়েছেন💦, ‘এগুলো অনভিপ্রেত। দল এই ধরনের বিতর্কে উৎসাহী নয়।’