বুধবারই বাংলাদেশ থেকে ঢোকা অনুপ্রবেশকারী, গুলশান কলোনি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন রুদ্রনীল ঘোষ। ইতিমধ্য়েই কসবার সেই গুলশান কলোনি, 'বেআইনি' নির্মাণ নিয়ে বিতর্ক🥀 তৈরি হয়েছে। আর এবার সরাসরি মুখ্যমন্ত্রী 𝕴মমতা বন্দ্যোপাধ্যাকে আক্রমণ করলেন অভিনেতা-রাজনীতিবিদ।আর নিজের এই আক্রমণে রবি ঠাকুর ও তাঁর কবিতাকে টেনে আনলেন রুদ্রনীল।
২১ নভেম্বর রুদ্রনীল ঘোষ যে ফেসবুক পোস্ট করেছেন তাতে লেখা রবীন্দ্রনাথের ছবি দিয়ে লেখা 'দুই বিঘা জমি' (রবীন্দ্রনাথের একটি কবিতার নাম), আর এর ঠিক নিচꩲেই রবীন্দ্রনাথের নাম কেটে লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তার নিচে ব্রাকেটে লেখা (ভূমি-ভূমি সংস্কার-ভূমি ব্যবহার-ভূমি রাজস্বমন্ত্রী-পুলিশমন্ত্রী-মুখ্যমন্ত্রী) নিচে লাইনে ছডা কেটে কোটেশনে ‘বাবু কহিলেন বিদায় বেলায়, সব জমি দিব ঝাড়ি। রোহিঙ্গা আর প্রমোটর দিয়া চাল চুলো নিব কাড়ি। ও বোকা উপেন খাও হে নজেন, তৈরি ববি-সুশান্ত। স্নেহের পরশ ছাড়বে ওরা, জনতা অবলাকান্ত’। এই পোস্টের ক্যাপশানে লেখা মমতা-'জমি-সিন্ডিকেট। জনগণ-উপেন'। নিজের এই পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগও করেছেন অভিনেতা-রাজনীতিবিদ।
নিজের পোস্টের নিচে ব্যাখ্যা দিয়ে কমেন্ট বক্সে রুদ্রনীল ফের লেখেন, ‘স্নেহের পরশ ডেভেলপার। কাউন্সিলার সুশান্ত ঘোষের ১০৮ ওয়💮ার্ডে ২ হাজার বিঘা জমি প্রক🌜াশ্যে লুঠ।সৌজন্যে:- মমতা বন্দ্যোপাধ্যায়ের ও ববি হাকিম.। প্রশ্ন: কে কাকে কত স্নেহ দিল বা নিল?'