দেবীপক্ষেই শুরু হল সংসার। লক্ষ্মীবারেই লক্ষ্মীমন্ত বউমা হলেন টলিউডের অন্য𒅌তম খ্যাতনামা খলনায়িকা রূপসা চট্টোপাধ্যায়। পুজোর ঠিক মুখেই, ৩ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক সায়নদীপ সরকারের গলায় মালা দিলেন তিনি। এদিন রাতেই প্রকাশ্যে এল তাঁদের বিয়ের ছবি। সেখানেই দেখা গেল অভিনেত্রী তাঁর ডি ডেতে লালের বদলে মেরুন বেনারসি পরেছিলেন।
আরও পড়ুন: না ফেরার দেশে ক🥀াজী নজরুল ইসলামের নাতি অনির্বাণ! মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৯
আরও পড়ুন: 'জয়া জি-কে কোন হিরোর স🦂ঙ্গে দেখলে হিংসে হতো?' KBC -তে এসেই অমিতাভকে গুগলি আমিরের! জবাবে কী বললেন বিগ বি?
রূপসা সায়নদীপের বিয়ের সাজ
৩ অক্টোবর সাতপাকে বাঁধা পড়লেন রূপসা চট্টোপাধ্যায়। এদিক তিনি মেরুন রঙের বেনারসির সঙ্🎉গে ম্যাচিং ব্লাউজ পরেছিলেন। সঙ্গে ছিল গা ভর্তি গয়না। মাথায় টায়রা টিকলি, শোলার মুকুট পরেছিলেন। ছিল চন্দনের সাজ, পেল্লাই সাইজের একটি নথও। বলাই বাহুল্য এই সাজে ভারী মিষ্টি দেখাচ্ছিল তাঁকে। অন্যদিকে সায়নদীপ পরেছিলেন তসরের পঞ্জাবি। এবং বউয়ের সঙ্গে রং মিলিয়ে পরেছিলেন মেরুন পঞ্জাবি।
রূপসা সায়নদীপের বিয়ের অন্যান্য তথ্য
২০২৩ সালের ভ্যালেন্টাইন ডের দিন আইনি বিয়ে সেরেছেন রূপসা চট্টোপাধ্যায়। তারপর বাবা মায়ের সঙ্গেই থাকতেন তিনি। দিদি নম্বর ওয়ানে গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন বিয়ে অর্থাৎ সোশ্যাল ম্যꦡারেজের পর তিনি 'শাটল ককের মতো' এ বাড়ি ও বাড়ি করবেন। যদিও নিজের একটি ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী। নিজের হাতে সেই নতুন বাড়ি সাজিয়ে কিছুদিন আগেই গৃহপ্রবেশ সেরেছেন তিনি।
অন্যদিকে দিদি নম্বর ওয়ানে বলার মতোই একদিন আইবুড়োভা🎐ত, একদিন মেহেন্দি, একদিন সঙ্গীত হয়েছে তাঁর। তবে সবটাই ঘরোয়া ভাবে। ২ অক্টোবর আইবুড়োভাত খান অভিনেত্রী। সেদিন রাতেই হয় মেহেন্দির অনুষ্ঠান। বিয়ের সকালে কখনও সাদা লাল পাড়ের শাড়িতে, কখনও লাল হলুদ বেনারসিতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর মেহেন্দির অনুষ্ঠান নাচে গানে জমে উঠেছিল। হাজির ছিলেন তাঁর ইন্ডাস্ট্রির বেশ কিছু বন্ধুরাও, যেমন অনন্যা গুহ, সম্পূর্ণা মণ্ডল, প্রমুখ।
রূপসা এবং সায়নদীপের আলাপ হয়েছিল তাঁদের এক কমন বন্ধু🎶র মাধ্যমে। সেই আলাপ গড়ায় বন্ধুত্ব এবং পরবর্তীতে প্রেমে। এদিন তাঁরা তাঁদের সম্পর্ককে এক নতুন ধাপে নিয়ে গেলেন।