গত বছর অক্টোবরে সাতপাকে বাঁধা পড়েন রূপসা চট্টোপাধ্যায়। ♐বিয়🅷ের বছর ঘোরার আগেই জানান, মা হতে চলেছেন। আর এবার অবশেষে আসতে চলেছে রূপসার সন্তান। সম্প্রতি বেবি বাম্প নিয়ে ফটোশ্যুটও করে ফেলেন অভিনেত্রী। এবার সাধ খেলেন রূপসা। খাওয়া-দাওয়া পর্ব মিটতেই আত্মীয়দের নিয়ে হল মজার খেলা। আর সেই খেলাতেই রূপসার মেয়ে হবে নাকি ছেলে তা নিয়ে নিজেদের মতামত জানালেন অভিনেত্রী স্বামী সায়নদীপ সহ পরিবারের অন্যান্যরা।
রূপসার স্বামী সায়নদীপ প্রথমেই স্পষ্ট করে দেন, 'আমি ওর বাবা, আর আমি চাই আমাদের ছেলে হোক।' এমনকী রূপসার শ্বশুরশাশুড়ি চাইলেন ‘ছেলে হোক’। আর একথায় বেশ উচ্ছ্বাস প্রকাশ করতেই দেখা গেল সায়নদীপকে। এরপর একে একে অনেকেই ছেলে চেয়ে ব💛সলেন। এভাবে একে একে বেশিরভাগ ভোট পড়ল ছেলের পক্ষেই। মেয়ের পক্ষে ভোট সংখ্যা ভীষণই কম। ছেলের জন্য ভোট যেখানে ১১, মেয়ের জন্য ভোট সেখানে মাত্র ৫। তবে সবশেষে রূপসা বললেন, ‘ আমার মনে হয় ছেলে হবে, আবার আমারই মনে হয় মেয়ে হবে।’
আরও পড়ুন-ফের সাইবার ক🉐্রাইমের শিকার ডোন☂া, পুলিশের দ্বারস্থ সৌরভ জায়া, কী ঘটেছে?