ꦐ সইফ আলি খান কেসের আততায়ী নিয়ে অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছিল। বিশেষ করে যে বাংলাদেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল তার বাবা বলেছিলেন যে সিসিটিভি ফুটেজে যাকে দেখা গিয়েছে যে তাঁর ছেলে নন। এবার মুম্বই পুলিশ জানাল শরিফুল সেই ব্যক্তি যে অভিনেতার উপর হামলা চালিয়েছেন।
আরও পড়ুন: ♚শিল্প-পেশাতেও লিঙ্গবৈষম্য! সরস্বতী পুজোর আগে সমাজের গালে সপাটে চড় লাফটারসেনের
কী জানা গিয়েছে?
🎶সইফ আলি খানের কেসের এটা যে একটা বড় আপডেট সেটা নির্দ্বিধায় বলা যায়। এতদিন বিভিন্ন মোড়লের তরফে, বিভিন্ন ব্যক্তি প্রশ্ন তুলেছিলেন যে সিসিটিভি ফুটেজে যাঁকে দেখা গিয়েছে সে আদৌ শরিফুল ইসলাম শেহজাদ কিনা। এবার পুলিশের হাতে পাকা প্রমাণ এল। মুম্বই পুলিশের তরফে নিশ্চিত করা হয়েছে যে যাঁকে তাঁরা এই কেসে গ্রেফতার করেছেন সেই শরিফুলই সইফ আলি খানের উপর আক্রমণ চালিয়েছিলেন।
🤡এদিন বান্দ্রা পুলিশের হাতে ফরেনসিক রিপোর্ট হাতে এসেছে যেখানে বলা হয়েছে শরিফুল ইসলাম শেহজাদ হচ্ছেন সেই ব্যক্তি যিনি সইফ আলি খানের উপর আক্রমণ চালিয়েছিলেন। তিনিই সইফ আলি খানের বান্দ্রার বাড়িতে ঢোকেন ডাকাতির উদ্দেশ্য নিয়ে।
𝔉এদিন পুলিশের তরফে এও জানানো হয় ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে নিশ্চিত কর হয়েছে আততায়ীর পরিচয়। ফরেনসিক রিপোর্টে সেটাই আছে। ফলে এই ৩০ বছর বয়সী বাংলাদেশি ব্যক্তি যে সেই ব্যক্তি যাঁকে সিসিটিভিতে দেখা গিয়েছিল সেটা নিয়ে আর দ্বিমত রইল না।
আরও পড়ুন: 🐻'শুনতে হয়েছিল লাইনে নামিয়ে দিলে...', কেরিয়ারের শুরুর দিন নিয়ে কেন এমন বললেন অনন্যা?
সইফ আলি খানের ঘটনা
♏১৬ জানুয়ারি ১১ তলায় সইফ আলি খানের বাড়িতে ঢুকে পড়েন এই ব্যক্তি। এরপর সেই বাড়ির এক পরিচারিকার মুখোমুখি হন তিনি। তাঁর চিৎকার শুনে বেরিয়ে আসেন সইফ আলি খান। তখনই তাঁর সঙ্গে হাতাহাতি হয় ওই আততায়ীর। এমন সময় অভিনেতার পিঠে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করেন তিনি। এমনকি তাঁর পিঠে গেঁথে যায় ছুরির ভাঙা টুকরো। সেটাই অপারেশন করে বের করতে হয়। তবে কিছুদিনেই একেবারেই সুস্থ হয়ে উঠেছেন। প্রসঙ্গত এই ঘটনার পরদিনই থানের কাছে একটি ম্যানগ্রোভ জঙ্গল ঠেলে শরিফুল নামক এক ব্যক্তিকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। জানা গিয়েছে তিনি আদতে বাংলাদেশি। সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া ব্যক্তির ছবির সঙ্গে মিলিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তারপর সোজা পেশ করে বান্দ্রা কোর্টে। এতদিন তিনি পুলিশি হেফাজতে ছিলেন জিজ্ঞাসাবাদের জন্য।