মাসের পর মাস ꦦধরে অনেক পরিকল্পনা করেছিলেন। কিন্তু, সেই সমস্ত পরিকল্পনাই ভেস্তে গেল শুধুমাত্র ট্রাফিক জ্যামের খপ্পড়ে পড়ে! পৌঁছানো হল না প্রয়াগরাজের মহাকুম্ভে। এই ঘটনা ঘটেছে এক মার্কিন ট্রাভেল ভ্লগারের সﷺঙ্গে।
ভ্রমণপিপাসু ﷽ওই তরুণের নাম ড্রু বিনস্কি। নিজের ইনস্টাগ্রাম পোস্টে ড্রু জানিয়েছেন, মহাকুম্ভে আসার পথে পাক্কা ১৯ ঘণ্টা ট্রাফিক জ্যামে ফেঁসে যান তিনি ও তাঁর ভাড়া করা গাড়ির চালক! ড্রুয়ের মতে, ওই ১৯টা ঘণ্টা তাঁর জীবনের সবথেকে হতাশাজনক ♈মুহূর্ত ছিল!
মহাকুম্ভ নিয়ে শুধুমাত্র ভারতীয়দের মধ্য়ে নয়, বস্তꦕুত বিশ্বের নানা প্রান্তের মানুষেরই আগ🦂্রহ রয়েছে। ড্রুও তেমনই একজন। তিনি তাঁর সোশাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, এক বছরেরও বেশি সময় ধরে এই মেলায় যোগ দেওয়ার পরিকল্পনা করেছিলেন।
ড্র🐽ু লিখেছেন, ‘কোনও কোনও সময় বেড়ানোটা স্রেফ মাটি হয়ে যায়। আজ আমি কুম্ভ মেলায় পৌঁছতেই পারলাম না। মানব সভ্যতার ইতিহাসে যা কিনা বৃহত্তম জনসমাগম ঘটিয়েছে। এই মেলায় ৪০০ মিলিয়ন মানুষ আসবেন। তাঁরা উত্তর ভারতের পবিত্র নদীতে পুণ্যস্নান করবেন।’
মহাকুম্ভে পৌঁছানোর পথে তাঁকে কীভাবে পদ🌊ে পদে নানা সমস্যায় পড়তে হয়েছে, বিস্তারিতভাবে নিজের ইনস্টাগ্রাম পোস্টে সেকথা লিখেছেন ড্রু। তিনি উল্লেখ করেছেন দীর্ঘ ট্রাফিক জ্যাম꧋ের অভিজ্ঞতা, একের পর এক পুলিশের চেকপয়েন্ট এবং রাস্তাজুড়ে ধোঁয়াশার ঘন আস্তরণ। একটা সময় যা ভেদ করে সামনে এগোনো কার্যত অসম্ভব হয়ে পড়েছিল ড্রুয়ের গাড়ির চালকের পক্ষে।
ড্রু জানিয়েছেন, আপ্রাণ চেষ্টা করেও শেষমেশ তাঁকে প্রয়াগরাজে ঢোকার আগেই থামতে💖 হয়েছিল। তখনও তিনি মহাকুম্ভের সেই গন্তব্যস্থল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে!
ড্রুয়ের কথায়, 'বদ্ধ রাস্তা, একের পর পুলিশের চেকপয়েন্ট, ব্যার𒊎িকেড, লম্বা ট্রাফিক, পুরো ঘেঁটে ঘ, ধোঁয়াশা, পদপিষ্ট হওয়ার ঘটনা, ভয়ে চিৎকার - আমি এই সবকিছু দেখেছি। এবং আমি প্রয়াগরাজের ২১ কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছতে ♔পেরেছি।'
শেষে এই মার্কিন ভ্লগারের কাছে একটাই উপায় ছিল। প্রবল ঠান্ডায় নিজের ꦦসমস্ত লটবহর বয়ে এবং হেঁটে মহাকুম্ভে পৌঁছতে পারতেন তিনি। কিন্তু, ড্রু তা করেননি। বদলে ভাড়া করা গাড়িতেই ঘুমিয়ে পড়েন তিনি। সঙ্গে ছিলেন তাঁর গাড়ির চালক। গোটা রাত কাটে এভাবেই!
২০১৭ সাল থেকে এখনও পর্যন্ত ১,২০০টিরও বেশি বেড়ানোর ভিডিয়ো পোস্ট কর♍েছেন ড্রু। তিনি স্বীকার করে নিয়েছেন, এই প্রথমবার তিনি কোনও কনটেন্ট তৈরির করার সিদ্ধান্ত নিয়েও ব্যর্থ হলেন! ড্রু লিখেছেন, 'এই প্রথম আমি কোনও স্টোরি ফাইল করতে ব্যর্থ হলাম!'