নবাব পুত্র সাইফ আলি খান। পরিবারের প্রায় অনেকেই অভিনয় জগতের সঙ্গে যুক🗹্ত রয়েছেꦜন। একই পরিবারের যখন অনেক সদস্য অভিনয়ের সঙ্গে জড়িয়ে থাকেন তখন স্বাভাবিকভাবেই মনে করা হয় আগামী প্রজন্মের সদস্যরাও একই কাজ করবেন। এক্ষেত্রেও তাঁর অন্যথা হয়নি। সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান এখন চুটিয়ে অভিনয় করছেন বলিউডে। তবে তৈমুর বা জাহাঙ্গীর কি এখন থেকেই তৈরি হচ্ছে অভিনয়ের জন্য? কী বললেন সাইফ আলি খান?
সাইফ এবং অমৃতার দুই সন্তান সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। ইব্রাহিম বলিউডে এন্ট্রি না নিলেও সারা কিন্তু এখন বেশ ভালোই অভিনয় করছেন। অন্যদিকে সাইফ এবং করিনার দুই সন্তান তৈমুর এবং 𒉰জাহাঙ্গীর এখন অনেকটাই ছোট। তবুও শিশু শিল্পী হিসাবে তৈমুর কি এখন থেকেই প্রস্তুত করছে নিজেকে? উত্তরে সাইফ যা বললেন তা সত্যি চমকে দেও🌺য়ার মতো।
(আরও পড়ুন: বেণীর 𝐆পর এবার থিয়েꦯটারে ক্রমাগত চলা নিগ্রহ নিয়ে সরব কোরক! পদাতিকের 'যুবক মৃণাল' বললেন...)
কখনও বাবা মার সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কখনও আবার ভাইয়ের সঙ্গে খুনসুটি করতে দেখা যায় ছোট্ট তৈমুরকে। তবে ক্যামেরার সঙ্গে খুব একটা বন্ধুত্ব নেই তৈমুরের। এখন আবার ক্যামেরা দেখলে ছোট ভাইকে এগিয়ে দেয় সে। ক্যামেরা দেখে বরং কিছুটা ভয়ই প🍰েয়ে যায় তৈমুর, এ কথাটি যে সত্যি, তা নিজের মুখেই সম্প্রতি স্বীকার করলেন সাইফ।
বলিউডে তৈমুরের জায়গা কবে পাকাপাকি হচ্ছে জিজ্ঞাসা করায় সাইফ বলেন, এই প্রসঙ্গে বহুবার আমাকে প্রশ্ন করা হয়েছে। তবে আমার মনে হয় না তৈমুরের অভিনয়ের প্রতি কোনও আগ্রহ আছে। বরং ক্যামেরাকে দেখলে ও ভয় পেয়ে যায়। এমনকি অভিনয় নিয়ে যখন কথা হয়, 🌟তখন সেখান থে🐼কে পালিয়ে যায় ও।
(আরও পড়ুন: 'মধ্যরাতে স্ত্রীকে ফেলে পাশের ঘরে...', মধুচন্দ্রিমায় গিয়ে প্𒆙রেম নয়, কী ঘটিয়েছিলেন রহমান?)
তৈমুর সম্পর্কে সাইফ আরও জানান, হাজার হাজার মানুষের সামনে মঞ্চে অভিনয় করা তৈমুরের কাছে একটি দুঃস্বপ্নের মতো। এই কাজটি ও পারবে বলে আমার মনে হয়🐼 না। যদিও এখন ও অনেকটাই ছোট। বড় হয়ে ও কি করবে তা এখন থেকে বলা সম্ভব নয়। বড় হলে যেটা ওর ইচ্ছা হবে সেটাই করবে।
শর্মিলা পুত্র বলেন, তৈমুরের অভিনয় প্রতি আগ্রহ না থাকলেও ছোট ছেলে জাহাঙ্গীরের কিন্তু এখন থেকেই বেশ আগ্রহ জন্মেছে অভি𓆉নয়ের প্রতি। এমন কিছু কিছু🐭 কাণ্ড করে বসে যেন মনে হয় অভিনয় করছে। এখনই ওকে বুঝতে পারা দায়। তবে সবটাই নির্ভর করছে ভবিষ্যতে কী করতে চায় ওরা তার ওপর।