আরজি কর আন্দোলন নিয়ে উত্তাল বাংলা। এই আন্দোলনে যোগ দিয়েছেন একাধিক অভিনেতা, অভিনেত্রীরা। করেছেন প্রতীকী অনশন। আর এসꦿবে🌠র মাঝে পদাতিক খ্যাত কোরক সামন্ত প্রশ্ন তুললেন থিয়েটার জগতে দিনের পর দিন ধরে চলে আসা নিগ্রহের ঘটনা নিয়ে, অন্যান্য সমস্যা নিয়ে।
কী লিখেছেন কোরক?
কোরক এদিন তাঁর ফেসবুকের পাতায় বিস্তারিত না লিখে লেখেন, 'কে সাফ করে নিজের ঘর!ꦗ তারচে' সহজ আরজি কর।' সঙ্গে বিদ্রুপ করে লেখেন, 'বাংলা থ্যাটার।'
প্রসঙ্গত কোরক প্রথম ব্যক্তি নন, এর আগে দামিনী বেণী বসু থেকে শুরু করে গুলশানারা খাতুন সহ একাধিক অভিনেত্রীরা বাংলা নাট্য জগতের নানা সমস্যা নিয়ে সরব🎐 হয়েছেন। কখনও গুলশানারা খাতুনকে তাঁর ধর্ম নিয়ে আক্রমণ শানানো হয়েছে, কখনও সুদীপ্ত চট্টোপাধ্যায় যাঁর নামে একাধিক শ্লীলতাহানি, যৌন নিপীড়নের অভিযোগ আছে তাঁর মতো ব্যক্তিকে নাটকে নেওয়ায় প্রতিবাদ জানিয়েছেন দামিনী বেণী বসু। তিনি একবার তো গোটা বিষয় নিয়ে এও বলেন, 'যাঁরা থিয়েটার করতে এসে শ্লীলতাহানি,🧸 যৌন হেনস্থার শিকার হচ্ছে সিনিয়রদের হাতে তাঁদের নিয়ে। এই জায়গাটা আমার বাড়িটি মতো। তাই আমি এই বিষয়ে প্রতিবাদ করবই। আজকাল হেনস্থা, নিপীড়নকে স্বাভাবিক করে তোলা হয়েছে। এটা ঠিক নয়। নিজের বাড়ির পচন নিয়ে যদি নিজে না কথা বলি কে বলবে?'
প্রসঙ্গত কোরক সামন্তকে দর্শকরা পদা♔তিক ছবিতে দেখেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে তিনি মৃণাল সেনের যুবক বেলার চরিত্রে অভিনয় করেছেন।