আসছে ইন্ডিয়ান আইডল। 🌊আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। তারপরই ভারতের অন্যতম জনপ্রিয় গানের রিয়েলিটি শো শুরু হয়ে যাবে। বর্তমানে সেই শোয়ের প্রোমো প্রকাশ্যে আনা হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে। সেখানেই এক প্রতিযোগীকে চুরি করার 𒅌বুদ্ধি দিতে দেখা গেল শ্রেয়া ঘোষালকে।
আরও পড়ুন: বারবার আবেদন করেও পাননি সাড়া, শাহকে অনুরোধ করা🏅য় কাজ হল? ভারতে থাকার ছাড়পত্র পেলেন তসলিমা?
কী ঘটেছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর অডিশনে?
এদিন একটি প্রোমো প্রকাশ্যে আনা হয় চ্যানেল কর্তৃপক্ষের তরফে সেখানে বিচারক শ্রেয়া ঘোষালকে এক প্রতিযো🔯গীর উদ্দেশ্যে বলতে শোনা যায়, ' লতাজি (লতা মঙ্গেশকর) যখন নিজের গান লিখতেন, বা কোনও কম্পোজার থেকে শিখতেন সামনে বসে তখন উনি নিজের মতো করে গানটি লেখার সময় নিজে জায়গা বানিয়ে নিতেন যে কোথায় শ্বাস নিতে হবে। জায়গা না থাকলে বানিয়ে নিতেন বা কম্পোজারকে জিজ্ঞেস করতেন যে এভাবে গাওয়া যাবে কিনা। উনি ওই সময়টা পুরো ম্যাপিং করে নিতেন কারণ ওই সময় সিঙ্গল টেকে পুরোটা রেকর্ড করা হতো। উনি শ্বাস নেওয়ার জায়গা বানিয়ে নিতেন, ওই জিনিসটা আমাদের শেখা উচিত। কারণ ওটা যদি শিখে যান গান আরও সুন্দর হবে।'
এরপরই শ্রেয়া তাঁকে বুদ্ধি দিয়ে আরও বলেন, 'আপনি দরকারে চিট করতে পারেন। মান🗹ে শ্বাস নিলেন কিন্তু কেউ শুনতে পেল না।' অনেকেই শ্রেয়ার এই শেখানোর ধরনে মুগ্ধ হয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'এগুলোই তো শেখার মতো জিনিস।' কেউ আবার লেখেন, 'প্রতিযোগী কতটা কী বুঝল জানি না, কিন্তু বাদশা কি বুঝল আদৌ?' আরেক ব্যক্তি জানান এবার বাদশার বদলে শানকে বিচারক হিসেবে নেওয়া উচিত ছিল।
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে 🥃দেখা যাবে। বিচারকের আসন♓ে থাকবেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।