🧜 বিগ বস থেকে সরে দাঁড়ানোর জল্পনা উড়িয়ে দিলেন সলমন খান। বিগ বস: উইকএন্ড কা বারে দাবাং খান জানালেন বিগ বস সিজন ১৩-র বাকি এপিসোডও হোস্ট করবেন তিনি। দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল রিয়ালিটি শোয়ের মেয়াদ পাঁচ সপ্তাহ বাড়লেও সলমন খান নিজের কনট্রাক্ট বাড়াতে রাজি নন, সলমন খানের জায়গায় বিগ বসের সঞ্চালক হিসাবে দেখা মিলবে ফারহা খানের। তবে সব জল্পনায় জল ঢেলে দিলেন ভাইজান নিজেই।
শনিবারের এপিসোডে হাসাপাতালে ভর্তি বিগ বস প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লার সঙ্গে ভিডিও কলꦿের মাধ্যমে কথা বলছিলেন সলমন। তখন সলমন জানা🔯ন বিগ বস তাঁকে কীভাবে হয়রান করেছে, অভিনেতা জানান, 'বিগ বস শোয়ের মেয়াদ পাঁচ সপ্তাহ বাড়িয়ে দিয়েছে, আর আমার পারিশ্রমিক কমিয়ে দিয়েছে’।
বিগ বস সিজন ১৩ টিআরপি-র তালিকায় দুর্দান্ত ফল করছে। সেই কারণেই শোয়ের মেয়াদ পাঁচ সপ্তাহ বাড়িয়ে ফেব্রুয়ারিরꦉ মাঝামাঝি সময় পর্যন্ত করেছে চ্যালেন কর্তৃপক্ষ।
এর আগে শোনা গ🌞িয়েছিল সলমন খান বিগ বস প্রতিযোগিদের আচরণে রীতিমতো ক্ষুব্ধ। পাশাপাশি সলমন খানের পরিবার কোনওভাবেই চাইছছেন না সলমন এই শোয়ের অংশ থাকুন। কারণ বিগ বস প্রতিযোগিদের ব্যবহারে সলমন রেগে যান, কিন্তু ভাইজানের স্বাস্থ্যের জন্য সেটা মারাত্মক হানিকর। ট্রাইজেমিনাল নিউরালজিয়া রোগে দীর্ঘদিন ধরেই আক্রান্ত সলমন খান।
এই যন্ত্রণাদায়ক রোগটি ২০০১ সাল থেকেই নাকি রয়েছে সলমন খানের সঙ্গে। এই রোগটির অন্য নাম সুইসাইড ডিজিজ, অনেকেই এর জন্য আত্মহত্যার দিকে ঝোঁকেন। চিকিত্সকদের পরামর্শ অতিরিক্ত রাগ সলমনের জন্য ক্ষতিকারক। কারণ রেগে গেলে সলমܫনের এই স্নায়ুর রোগ বেড়ে যাবে।
যদিও সলমনের অসুস্থতা প্রসঙ্গে সেলিম খান জানিয়েছিলেন, ‘সলমন এক্কেবারে সুস্থ রয়েছে, এই সব মিথ্যা রটনা। আমরা ༺কেউই ওঁকে শো ছাড়তে বলি নি। এটা ঠিক ও সারাক্ষণ কাজে ডুকে থাকে সেটা আমাদের অপছন্দ’।
সম্প্রতি মুম্বই মিররকে দেওয়া এক সাক্ষাত্কারে বিগ বস ছাড়ার🅺 প্রসঙ্গে সলমন জানিয়েছেন 'হ্যাঁ, আমার মনের একটা দিক চাইছে শো ছাড়তে, অন্যদিকটা এখনও এই কাজটা করে যেতে চায়'।
বিগ বস কি পছন্দ করেন না সলমন ? অভিনে𝕴তা জানান,' আমি ভীষণ পছন্দ💮 করি, তবে এটা খুব চাপের একটা কাজ। কিন্তু অনেক কিছু শেখা যায়, আমি জানতে পারি দেশ কোন দিকে এগোচ্ছে'।
প্রায় এক দশক ধরে বিগ বস সঞ্চালনা করছেন সলমন খান। ২০১♏১ সালে রিয়ালিটি শোয়ের চার নম্বর 🗹সিজনে বিগ বসের হোস্ট হিসাবে জার্নি শুরু হয়েছিল সলমনের।