প্রথমবার সলমন খানের জন্য প্লে-ব্যাক করতে চলেছেন অরিজিৎ সিং! ‘রং দে তু মোহে গেরুয়া’ গায়কের সঙ্গে ৯ বছর লম্বা ঝামেলা মিটিয়ে নিয়েছেন ভাইজান। দীর্ঘ সময় ধরে দুই তারকার ভক্তরা চেয়েছেন একসঙ্গে কাজ করুন তাঁরা, সেই অপেক্ষা পূর্ণ হবে ‘লেকে প্রভু কা নাম’-এর হাত ধরে। বৃহস্পতিবার🎃ই এই সুখবর জানিয়েছিলেন সলমন। আর ২৪ ঘন্টা যেতে না যেতেই সেই গানের টিজার প্রকাশ্যে আনলেন পর্দার টাইগার।
অরিজিৎ সিং-এর গানের ঝলক সামনে এলেও শোনা গেল না গায়কের কন্ঠস্বর! তবে টিজার বলছে পুরোদস্তুর পার্টি অ্যানথম হতে চলেছে এই গান। অরিজিতের সঙ্গে এই গানে গলা মেলাবেন নিকিতা গান্ধী। গানের ঝলক শেয়ার করে সলমন লেখেন, ‘টাইগার আর জোয়া পার্টির জন্য তৈরি! লেকে প্রভু কা নাম আসছে ২৩শে অক্টোবর। দেখুন ছোট্ট ঝলক। টাইগার ৩- সিনেমা হে আসছে ১২ই নভেম্বর’। গানের ঝলকে ফুটে উঠল সলমন-ক্যাটরিনার ꦜটানটান রসায়ন। মরুভূমির প্রেক্ষাপটে স্বল্পবসনা ক্যাꦑটের সঙ্গে রোম্যান্সে মত্ত ভাইজান।
‘তুম হি হো’ গেয়ে রাতারাতি স্টারডমের শিখরে উঠে এসেছিলেন অরিজিৎ সিং। এরপর কেটেছে প্রায় এক দশক। শাহরুখ-অক্ষয়দের লিপে একের পর এক হিট গান গাইলেও সলমনের ছবি থেকে হামেশা ‘ব্রাত্য’ থেকেছেন অরিজিৎ, এমনকি তাঁর রেকর্ড করা গান বাদ পড়েছে শেষ মুহূর্তে। তবে সব মিটমাট হয়ে গিয়েছে দুজনের সেই ইঙ্গিত মিলেছিল ওচলতি মাসের শুরুতই। সলমনের গ্যালাক্সি অ্য়াপার্টমেন্টে হাজির হয়েছিলে গায়ক। আর দু-সপ্তাহ পার হতে না হতেই এল ব্রেকিং নিউজ!
কী কারণে ঝামেলা হয়েছিল সলমন ও অরিজিতের? ২০১৪ সালে স্টার গিল্ড অ্যাওয়ার্ডের মঞ্চে অরিজিতের এক মন্তব্য ঘিরে🔯ই শুরু বিতর্ক। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন সলমন খান ও রীতেশ দেশমুখ। তুমি হি হো গানের জন্য সেরা গায়কের পুরস্কার পান অরিজিৎ। নাম ঘোষণার পর মঞ্চে আসতে দেরি করেন গায়ক। ঘুম চোখে মঞ্চে উঠবার পর ভাইজান স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রশ্ন করেন, 'ঘুমিয়ে গিয়েছিলে'? জবাবে অরিজিত বসে বসেন, 'কী করব? আপনারা ঘুম পাড়িয়ে দিলেন?' সঞ্চালনা নিয়ে এমন বাঁকা জবাব পছন্দ হয়নি দাবাং খানের। ক্যামেরায় সেই অভিব্যক্🤡তি লুকিয়ে রাখেননি ভাইজান। সলমন পালটা জানান, 'এইরকম গান গাইলে লোকে ঘুমিয়েই যাবে'। সেই শুরু।
২০১৬ সালে ফেসবুকে খোলা চিঠি লিখে সলমন খানের কাছে ক্ষমা চান অরিজিৎ সিং। অরিজিৎ অনুরোধ করেছিলেন, 'দয়া করে সুলতান ছবি ඣথেকে আমার গান বার করে দেবেন না, আমি মন দিয়ে ওই গানটা গেয়েছি'। যদিও কিছুক্ষণ পর সেই ফেসꦐবুক পোস্ট ডিলিট করে দেন অরিজিত সিং।
সুলতান ছবির সুপারহিট গান 'জগ ঘুমেয়া' রেকর্ড করেছিলেন অরিজিৎ সিং🤡। পরে সলমনের পছন্দের গায়ক রাহাত ফতে আলি খানকে দিয়ে ফের রেকর্ড করানো হয় সেই গান। শোনা যায়, টাইগার জিন্দা হ্যায় ছবির 'দিল দিয়া গল্লাঁ' গানটিও নাকি বিশাল-শেখরের হয়ে প্রথম রেকর্ড করেছিলেন অরিজিত সিং। তবে সলমনের নির্দেশে গানটি পুনরায় রেকর্ড করানো হয় পাকিস্তানি সঙ্গীতশিল্পী আতিফ আসলামকে দিয়ে। অপেক্ষা শেষে এবার ‘লেকে প্রভু কা নাম' নিয়ে আসছেন সলমন-অরিজিৎ জুটি।