১২ নভেম্বর, দীপাবলির দিꦆন ভক্তদের জন্য উপহার হিসেবে সলমন খান নিয়ে এসেছিলেন ‘টাইগার ৩’। সলমন খান অভিনীত এই ছবি মুক্তির মাত্র পাঁচদিনের মধ্যেই বিশ্বজুড়ে ৩০০ কোটি আয় করে ফেলল। ভারতে এই ছবি ১৮৮.২৫ কোটি টাকা ঘরে তুলেছে।
‘টাইগার ৩’ -এর ওয়ার্ল্ডওয়াইড কালেকশন
যশরাজ স্পাই ইউনিভার্সের নতুন ছবি হিসেবে মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’। এটি এই স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি। তার আগে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘পাঠান’ এবং ‘ওয়ার’ মুক্তি পেয়েছে। এবার পঞ্চম ছবি হিসেবে এল অ্যাকশনে ভরপুর ‘টাইগার ৩’। এখানে আবারও টাইগার হয়ে ধরা দিয়েছেন সলমন খান। তাঁর সঙ্গে জোয়া হয়ে আছেন ক্যাটরিনা কাইফ। সিনেমা বিশ্লেষকদের মতে এটাই নাকি সলমন খানের কের♚িয়ারে তাঁর করা সেরা ছবি।
আরও পড়ুন: অমিতাভকে বিশ্বকাপের ফাইনাল না দেখার আর্তি নেটপাড়ার, ভক্তদের কথা শু𒀰নে কী বলছেন বিগ বি?
দীপাবলিতে মুক্তি পাওয়া সমস্ত ছবির মধ্যে প্রথমদিন ‘টাইগার ৩’ রেকর্ড ব্যবসা করেছে তাও সেদিন ভারতের ম্ꦿযাচ থাকা সত্বেও। প্রথম পাঁচদিনে এই ছবিটি ১৮৮.২৫ কোটি টাকার ব্যবসা করেছে ভারতে। অন্যদিকে বিশ্বজুড়ে এটি ৩০০ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে।
রবিবার অর্থাৎ যেদিন মুক্তি পেয়েছে সেদিন এই ছবি ৪৪.৫০ কোটি, সোমবার ৫৯.২৫ কোটি, মঙ্গলবার ৪৪.৭৫ কোটি টাকা আয় করেছে সলমন খানের ছবি। বুধবার, ভাইফ꧑োঁটার দিন ব্💝যবসা খানিক কমে হয় ২১.২৫ কোটি এবং বৃহস্পতিবার ‘টাইগার ৩’ ১৮.৫০ কোটি টাকা ঘরে তুলেছে। ফলে উইকডেজেও যে এই ছবি ভালোই ব্যবসা করেছে সেটা বলা যায়।
সলমন খান এই ছবির সাফল্যে বলেছেন, 'টাইগার ফ𝓡্র্যাঞ্চাইজি আমার ভীষণ কাছের। সেখানে এই ছবি এতটা ব্যবসা করছে দেখে ভীষণ ভালো লাগছে। খুব স্পেশাল ফিল হচ্ছে। আমি আশা করব পৃথিবী জুড়ে এই ছবি যেন সকলকে বিনোদন দেয়।' কেবল সলমন খান নন ইমরান হাশমিও এদিন ‘টাইগার ৩’ -এর সাফল্যের বিষয়ে কথা বলেন। জানান, 'আমি ভীষণ উচ্ছ্বসিত যে সবার আমাদের পারফরমেন্স ভালো লেগেছে। খুব ভালো ভাবেই ছবিটির ব্যবসা শুরু হয়েছে আশা করব সবার এটা ভালো লাগবে।'
‘টাইগার ৩’ প্রসঙ্গে
মণীশ শর্মা পরিচালিত এই ছবিটি ১২ নভেম্বর মুক্তি পেয়েছে দীপাবলির দিন। এখানে নাম ভূম𒉰িকায় আছেন সলমন খান। জোয়ার চরিত্রে আছেন ক্যাটরিনা কাইফ। এবং মূল খলনায়কের চরিত্রে দেখা গিয়েছে ইমরান হাশমিকে।