বিগত কয়েক বছরে একাধিক অভিনেতা অভিনেত্রীকে কলকাতা ছেড়ে মুম্বই পাড়ি দিতে🐼 দেখা গিয়েছে। তালিকায় যেমন তাবড় তাবড় অভিনেতাদের নাম আছে, তেমনই আছে ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীদের নাম। কিন্তু কেন এই ট্রেন্ড। সেটা নিয়েই এদিন মুখ খুললেন টলিউডের দুই অভিনেতা শ্রীতমা দে এবং দেবপ্রিয় মুখোপাধ্যায়। শ্রীতমা সমরেশ বসুর প্রজাপতি ছবিতে বিশেষ ভাবে নজর কেড়েছিলেন। অন্যদিকে শহরের উষ্ণতম দিনে সহ একাধিক সিনেমা সিরিজে কাজ করেছেন দেবপ্রিয🍸় মুখোপাধ্যায়।
কী লিখেছেন শ্রীতমা?
এদিন শ্রীতমা টলিউড প্রসঙ্গে লেখেন, 'গত কয়েক বছর ধরেই যারা আমাকে অভিনেত্রী হিসেবে চেনেন অনেকে বলেন বম্বে চলে যা, এখানে কোনও ফিউচার নেই। আমার নিজের জেদ ছিল🍸 যে আগে নিজের ভাষায় কাজ করে নিজেকে সফল প্রমাণ করব তারপর ভেবে দেখব, বম্বে ༺গিয়ে থেকে যাওয়ার কথা কখনই ভাবিনি, তবে জানি না এটা আর কতদিন পারব। আমাদের ইন্ডাস্ট্রি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে এবং কি তার ভবিষ্যৎ জানি না ঠিক। সবাই ধীরে ধীরে কলকাতা ছেড়ে চলে যাচ্ছে। এখানে কাজ নেই। কাজে টাকা নেই। কেন নেই? আমরা কম বেশি সকলেই জানি কারণগুলো। এখানে এখন দুই দল মানুষ পাওয়া যায়, যেটুকু কাজ হচ্ছে, যারা কাজ করছে, ঘুরে ফিরে শুধু তারাই কাজ করছে। আর যারা কাজ পাচ্ছে না তো পাচ্ছেই না। তুই তো ভালো অভিনেত্রী আর শুনতে ভালো লাগে না। ক্লান্ত লাগে।' তাঁর সেই পোস্টকে শেয়ার করে সমর্থন জানান দেবপ্রিয়।
কী লিখলেন দেবপ্রিয়?
এদিন দেবপ্রিয় তাঁর পোস্টে লেখেন, 'ও এ🌠কা নয়। গুটিকয় যে কজন বিষয়টাꩵ নিয়ে কথা বলে তাঁদের একজন।'
কে কী বলছেন?
অনেকেই তাঁদের এই পোস্টে তাঁদের সমর্থন জানিয়েছেন। ইন্ডাস্ট্রির অনেকেই 'লাইক' করেছেন সেই পোস্ট। এ✤ক ব্যক্তি লেখেন, 'ভাই একেবারে সহমত, কী আর বলি।' আরেকজন লেখেন, 'ঠিকই বলেছে। গল্প পিচ করতে গিয়ে কলকাতায় দেখলাম ভিশনের ভারি অভাব। 😼ও গল্প চুরির মাত্রাতিরিক্ত প্রবণতা।'