প্রতিপক্ষকে বেত দিয়ে পেটাচ্ছেন শাহরুখ। কিং খানকে বཧলতে শোনা গিয়েছে, 'বেটো কো হাত লাগানে সে প্যাহেলে বাপ সে বাত কর'। জওয়ান মুক্তির ঠিক আগে ভাইরাল হয়েছিল শাহরুখের এই ডায়ালগ ও ছবির দৃশ্য। তখনই এই ডায়ালগ শুনে নেটপাড়ার এক🐼াংশ, বিশেষ করে শাহরুখপ্রেমীরা বলেছিলেন, ‘কিং খান আসলে জওয়ানের হাত ধরে আরিয়ান খানের গ্রেফতারিতে প্রতিপক্ষকে বার্তা দিতে চাইছেন।’
অনেকেই এই ডায়ালগ ধরে প্রাক্তন NCB কর্তা সমীর ওয়াংখেড়েকে ট্রোল করেছিলেন। তখনই ফোঁস করে উঠেছিলেন সমীর ওয়াংখেড়ে। নাম না করে শাহরুখকে জবাব দিয়েছিলেন। ফের এক𝕴বার 'জওয়ান'-এর এই ডায়ালগকে 'নিন্মরুচির', 'রাস্তার' বলে কটাক্ষ করলেন প্রাক্তন NCB কর্তা।
ঠিক কী বলেছেন সমীর ওয়াংখেড়ে?
এক সাক্ষাৎকারে সমীর ওয়াংখেড়ে বলেন, ‘এই সংলাপটি আমার ভীষণই নিম্নমানের, রাস্তার ডায়ালগ মনে হয়েছে। আমি সিনেমা দেখি না, কোনো সংলাপও শুনি না। আমি এই সিনেমা সম্পর্কে কিছুই জানি না। তবে কেউ যদি আমাকে লক🔥্ষ্য করে থাকে, তাহলে আমি ইংরেজিতে এর জবাব দিতে চাই।’ আর এরপরই এক লেখকের উদ্ধৃতি দিয়ে প্রাক্তন NCB কর্তা বলেন, ‘আমি আগুন চেটেছি এবং আমি প্রতিটি সেতু পুড়িয়ে সেই ছাইয়ের উপর নেচেছি। আমি তাই তোমার দেখানো নরকের ভয় পাই না।’
আরও পড়ুন-'যত্ত সব রাস্তার ডায়ালগ', 'ডাঙ্কি' মুক্তির আগে ফের শ🥃াহরুখকে খোঁচা সমীর ওয়াংখেড়ের
সমীর ওয়াংখেড়ে অবশ্য সাক🌃্ষ𒅌াৎকারে আরিয়ান মামলা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। বলেন, ‘আমি মামলার বিষয়ে মন্তব্য করতে পারি না। কিন্তু এর আগে যখন আমরা ২-৩ বার দেখা করেছি, তখন সবই খুব আন্তরিক ছিল। উনি আমাকে বেশ ভালো করেই চিনতেন এবং আমিও ওঁকে বেশ ভালো করেই চিনতাম’।
প্রসঙ্গত, চলতি বছরের ꦬশুরুতেই, সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে আরিয়ানকে ছাড়ার জন্য তিনি নাকি শাহরুখের থেকে ঘুষ নিয়েছিলেন। ২০২১-এ মাদক মামলায় ১ মাস জেলে 🍬থাকার পর অবশেষে নির্দোষ প্রমাণিত হন শাহরুখ পুত্র আরিয়ান খান। এদিকে ঘুষ নেওয়ার দায়ে পদ খোয়ান NCB কর্তা সমীর ওয়াংখেড়ে। যদিও তিনি কিছু হোয়াটসআপ ফাঁস করে দাবি করেন, শাহরুখের থেকে তিনি টাকা চেয়েছেন এর কোনো প্রমাণ নেই। এই ঘটনার পরও বেশ জলঘোলা হয়।
এদিকে শাহরুখের 'জওয়ান' ডায়ালগ নিয়ে কিছুদিন আগে লোকজন সমীর ওয়াংখেড়েকে ট্রোল করকে ছাড়েননি। কেউ লিখেছেন ‘আপনার জন্য বেল্ট ট্রিটমেন্ট অপেক্ষা করছে’। কেউ ফের লি꧂খেছেন, ‘বেটে কো হাত লাগানে সে প্যাহেলে বাপ সে বাত কর’, কারোর কটাক্ষ, ‘এখানে আগুনের নাম কিন্তু শাহরুখ খান’। কারোর মন্তব্য, 'এবার নতুন শিকার খোঁজো, আর এবার ৩০ কোটির বেশি দাবি করবেন।' সমীর ওয়াংখেড়ের উদ্দেশ্যে কেউ লিখেছেন, ‘আপনার জানা উচিত, আপনি ব্রিজ পোড়াতে পারবেন না, আপনার উক্তিই আপনার মানসিকতার পরিচয় দেয়।’