পরিচালক সন্দীপ রায়ের হাত ধরে ফের বড়পর্দায় ফিরছে 'ফেলুদা'। মཧে মাসের শেষ থেকে শ্যুটিং শুরু হবে ‘হত্যাপুরী’র। 'হত্যাপুরী' ছবির মাধ্যমে বড়পর্দায় ফের দর্শন🎀 দেবেন বাঙালির প্রিয় গোয়েন্দা প্রদোষ চন্দ্র মিত্র। এবারে তাঁর সঙ্গে শুধু তোপসে নয়, থাকবেন জটায়ু।
কিন্তু ‘হত্যাপুরী’র নতুন ফেলুদা কে? দর্শকমহলে টোটা রায়চৌধুরী বা অনির্বাণ ভট্টাচ❀ার্যের নাম ঘুরপাক খাচ্ছে। যদিও নতুন ফেলুদার নাম নিয়ে এখনও ছিঁটেফোঁটা মন্তব্য করেননি সন্দীপ রায়। পরিচালকের বহু দিনের ইচ্ছে ছিল ‘হত্যাপুরী’কে বড় পর্দায় তুলে ধরার। শিশুদের পত্রিকা ‘সন্দেশ’-এ গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল।
ꦬসত্যজিৎ রায় রচিত ফেলুদার এই বিখ্যাত উপন্যাস অনুযায়ী চিত্রনাট্য লিখেছেন সন্দীপ রায়। এবারের প্রেক্ষাপট জগন্নাথ ধাম পুরী। প্রদোষচন্দ্র মিত্র তাঁর দুই সহকারী তোপসে এবং লালমোহন গঙ্গোপাধ্যায়কে নিয়ে ছুটি কাটাতে যাবেন পুরীতে। সেখানে গিয়ে পুরীর সমুদ্র সৈকতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ খুঁজে পাওয়া যায়। এবং সেই লাশকে কেন্দ্র করেই নয়া রহস্যের খো✨ঁজ পায় 'ফেলু মিত্তির'। জড়িয়ে পড়েন তদন্তে। উন্মোচন হতে থাকে একের পর এক রোম খাড়া করা সত্য ঘটনা।
আরও পড়ুন: সন্দীপ রায়ের হাত ধরে ফের বড়পর্দায় 'ফেলুদা'! ‘হত্♒যাপুরী’তে সঙ্গ দেবে তোপসে, জটায়ু
সত্য সন্ধান যত এগোতে 🌳থাকে, মামলা তত রহস্যময় মোড় নেওয়া শুরু করবে। রহস্যের কুয়াশা সরিয়ে অপরাধীকে হাতেনাতে ধরতে পারবে কি ফেলুদা? তাই নিয়েই এগোবে ছবির গল্প।
'হত্যাপুরী'র পরিচালনা ও চিত্রনাট্যের পাশাপাশি ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সন্দীপ রায় নিজেই। ফেলুদার পাশাপাশি তোপসে এবং জটায়ুর চরিত্রে করা থাকছেন সে ব্যাপারে এখনও কিছু ঘোষণা করা হয়নি। সবকিছু𓆉 ঠিক থাকলে আগামী ডিসেম্বরে, বড়দিনে সবাই নতুন ফেলুদাকে দেখতে পাবেন।