সদ্যই বিয়ে সারলেন সন্দীপ্তা সেন। টলিউডের অতি চেনা মুখ তাঁর দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ৭ ডিসেম্বর।🌄 বোধন খ্যাত নায়িকার বিয়েতে এসেছিলেন টলিউডের তাবড় তাবড় অভিনেতারা। ছোট পর্দা থেকে বড় পর্দার অনেককেই এদিন𒁃 দেখা যায় সন্দীপ্তার বিয়েতে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ওম সাহানি, ত্বরিতা চট্টোপাধ্যায় সহ অনেকেই এসেছিলেন। তবে জানেন কি এবারের বিয়ের মরশুমে যে টলি অভিনেত্রীরা বিয়ে করলেন তাঁদের থেকে সন্দীপ্তার বিয়েটা অনেকটাই আলাদা ছিল। কোথায় কোথায় আলাদা ছিল সন্দীপ্তা-সৌম্যর বিয়ে? চলুন দেখে নেওয়া যাক।
সন্দীপ্তার বিয়ের সাজ
বিয়ে বাড়িতে ঢুকেই সবার আগে যেটা ন🐻জর কাড়ে সেটা হল কনের বিয়ের সাজ। এদিন সন্দীপ্তা সেনকে একেবারে হালকা সাজেই দেখা গেল। হালকা কাজের গোলাপি বেনারসির সঙ্গে ছিমছাম গয়না পরেছিলেন। মেকাপেও অতিরঞ্জিত কিছুই ছিল না। তবে তাঁর টায়রা টিকলি কিন্তু🎉 ছিল সকলের থেকেই বেশ আলাদা। একেবারে সাবেকি কাজ করা এই টায়রা টিকলি দিয়ে কিন্তু তাঁর সাজকে একেবার সাবেকি লুক দিয়েছিলেন। সঙ্গে তাঁর হাতে থাকা শাঁখা পলাও কিন্তু আজকালকার দিনে সবাই যেমন পরে অমনটা ছিল না। চওড়া শাঁখা পলার বদলে অভিনেত্রীকে সরু শাঁখা পলা পরতে দেখা যায় বিয়ের দিন। সঙ্গে লাল মেহেন্দি দিয়ে হাতে আলতার মতো পরেছিলেন, তাও যৎসামান্যই। ফলে সবটা মিলিয়েই তাঁর বিশেষ দিনের সাজ যে সবার থেকে ব্যতিক্রমী ছিল সেটা বলা যায়।
আরও পড়ুন: '১০টাই বক্𓂃স💯 অফিসে!' সৃজিতের পুজো রিলিজ মানেই হিট! ছবির তালিকা দিয়ে কী লিখলেন?
আরও পড়ুন: ফের গা💙ন চুরির অভিযোগ! শিলাজিতের পর এবার মুখ খুললেন শহরের অনিন্দ্য, '🍌সুজন' নিয়ে কী বললেন?
সন্দীপ্তার বিয়ের মেনু
অভিনেত্রীর বিয়ে এবং রিসেপশন একই দিনে অনুষ্ঠিত হয়। ফলে তাঁদের এই বিয়ের মেনুতেও ছিল ভরপুর চমক। থুড়ি বাঙালিয়ানা। শীতকালের বাঙালি বিয়ে বাড়ি বললে যা যা মনে পড়ে সবটাই করা হয়েছিল তাঁর বিয়েতে। কড়াইশ🃏ুঁটির কচুরি, আলুরদম, ছোলার ডাল, বাহারি স্যালাড, ফিশফ্রাইয়ের সঙ্গে ছিল সাদা ভাত, বাসন্তী পোলাও, মটন কষা, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন রেজালা, চাটনি, পাঁপড়। এছাড়া মেনুতে শেষপাতে ছিল বেকড রসগোল্লা, মাখা সন্দেশ আইস্ক্রিম এবং♍ পান।
ফলে বুঝতেই পারছেন সাজ থেকে খাবার সন্দীপ্তার বিয়েতে সবেতেই ছিল নতুনত্ব। এমনকি তাঁর বিয়ে দিয়েছেন মহিলা পুরোহিতরা। যেখানে সৌম্য যে কেবল🐎 তাঁকে সিঁদুর পরিয়েছেন তাই নয়, অভিনেত্রীও তাঁকে সিঁদুরের টিপ দিয়েছেন। হয়নি কন্যাদানও।