শিস বাজিয়ে গান গেয়ে সারেগামাপার মঞ্চে মুগ্ধতা ছড়িয়েছিলেন বাংলাদেশের মেয়ে অবন্তী সিঁথি। ‘শিসপ্রিয়া’ খেতাবও জুটেছিল তাঁর, কিন্তু এবার তাঁর সেই খেতাব সংকটে। কারণ ঘাটালের মেয়ে অঙ্কিতার কারনামা দেখে মন্ত্রমুগ্ধ সারেগামাপার বিচারকরা। আরও পড়ুন-‘জুনিয়র কিশোর কুমার’, স𒈔ারেগামাপা-য় কোলไাঘাটের অনীক, সাবাশি দিয়ে কী বললেন প্রসেনজিৎ?
রবিবার থেকে শুরু হল সারেগামাপা-র নতুন সিজন। সেখানেই একাধিক প্রতিযোগী নজর কাড়লেন বিচারকমণ্ডলীর। ঘাটালের কিশোরি অঙ্কিতা এদিন শ্র🍰েয়া ঘোষালের গাওয়া ‘চলো তুমকো লেকর চলে’ গানটি পরিবেশন করেন একদম নিজের আঙ্গি🐷কে। অঙ্কিতার অভিনব ট্যালেন্ট হল, শিস দিতে ওস্তাদ সে।
এই সিজনে সারেগাপামার-র বিচারকের আসনে রয়েছেন অন্তরা 💮মিত্র। অরিজিৎ সিং-এর সঙ্গে হিট জুটি তাঁর। ‘গেরুয়া’, ‘কেশরিয়া’-র মতো গানে একসঙ্গে গলা মিলিয়েছেন তাঁরা। এদিন অন্তরার অনুরোধে অঙ্কিতা শিস দিয়ে গাইলেন ‘গেরুয়া’। খুদের ট্যালেন্টে মুগ্ধ সব্বাই।
অঙ্কিতা ‘ম্যাজিক্যাল’ একবাক্যে মেনে নিয়েছেন সকলে। পরের রাউন্ডের টিকিটও হাতে এসেছে ঘাটালের কন্যের। শান্তনু মৈত্র তো উঠে এসে অঙ্কিতাকে জড়িয়ে ধরেন। বলেন, 'আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট এই সিজনের।' জাভেদ আলিকে বলতে শোনা যায়, ‘আগꦜুনের ফুলকি না, একেবারে বম্ব।’
সারেগামাপা-র গ্র্যান্ড ওপেনিং-এ হাজির ছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। কিশোরকুমার জুনিয়র-কে এই মঞ্চে খুঁজে পেলেন বুম্বাদা। কোলাঘাটের খুদে অনীকের কন্ঠস্বর অবাক করল সকলকে। ‘আমার মনের ময়ূর মহলে’ গেয়ে সবার প্রশংসা কুড়ালো সে। আরও পড়ুন-‘🌳গরীবের𓆉 শ্রেয়া ঘোষাল’, সারেগামাপা শুরুর আগেই ট্রোলের মুখে ‘গেরুয়া’ খ্যাত অন্তরা
এবারের এই রিয়েলিটি শোয়ের🐲 ট্যাগলাইন 'ভালো গান, যোগ্য সম্মান।' এবারও সঞ্চালকের আসনে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। একইসঙ্গে বিশেষ চমক হিসেবে উপস্থিত ছিলেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। অন্তরা-শান্তন♛ু ছাড়াও বিচারকের আসনে থাকছেন জাভেদ আলি, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজো মুখোপাধ্যায়, কৌশিকি চক্রবর্তী, এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রসঙ্গত গত সিজনে বিজয়ীর শিরোপা উঠেছিল পদ্মপলাশের মুকুটে। দ্বিতীয় হন অ্যালবার্ট কাবো।