আরাত্রিকা সিনহা সারেগামাপায় কোনও স্থান না পেলেও তাঁর সুরের জাদুতে জিতেছেন মানুষের মন। বলিউড থেকে রবীন্দ্র সঙ্গীত সহ নানা ধরনের গান গাইলেও তাঁর কণ্ঠে গণসঙ্গীত শ্রোতাদের বিশেষ পছন্দের। কিন্তু জ💧ানেন কি তিনি চিৎকার, চেঁচামেচি বা জোরে কোনও শব্দে ভয় পান? কেন?
আরও পড়ুন: চাঁদ সিফারিশের সঙ্গে দাদা পায়ে পড়ি! শুভজিতের কাজে হতবাক শ্রেয়া, ভাষা নဣা বুঝে বাদশা কী বললেন𝔍?
কী ঘটেছে?
এদিন একটি পোস্ট শেয়ার করেছেন আরাত্রিকা, সেখানে দেখা যাচ্ছে তিনি জানিয়েছেন কেউ তাঁর উপর চিৎকার, চেঁচামেচি করলে তিনি সেটা পছন্দ করেন না। কারণ এমন কোনও পরিস্থিতি ঘটলেই তিনি কেঁদে ফেলেন। শুধুই কি তাই? সঙ্গী বা প্রিয় মানুষ রিপ্লাই দিতে করলেও মন খারাপ হয় তাঁর। নাক ডাকা, 🐠ঘড়ির টিকটিক শব্দ, ইত্যাদিও একেবারেই সহ্য করতে পারেন না তিনি। না না, এই জিনিসগুলো তিনি যে নিজে লিখেছেন তেমনটা নয়। তবে গেট বেটার বুক নামক একটি পেজের তরফে এই পোস্ট করা হয় সেটাই শেয়ার করেছেন সারেগামাপা খ্যাত এই গায়িকা।
আসলে এগুলো সবই হচ্ছে হাইপার সেনসিটিভ মানুষদের লক্ষণ। তাঁরা যেমন ছোট ছোট বিষয় খেয়াল করেন তেমন আবার জোরে কোনও শব্দ 🍸বা বকাঝকা সইতে পারেন না। আরাত্রিকাও তেমন একজন মানুষ। আর সেটা⛄ই তিনি এই পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিলেন।
প্রসঙ্গত, কিছুদিন আগে আরাত্রিকার বাবা বাঁকুড়ার বইমেলা থেকে মেয়ের বাদ পড়ার বিষয়ে নিয়ে মুখ খুলেছিলেন। সেখানে তিনি জানান, 'তখন তো ও গণসঙ্গীত গাইত না। কিন্তু ওর পরিবারের ব্যাকগ্রাউন্ড 🌠ছিল একটা নির্দিষ্ট ꦯদলের। সেটার শিকার ও হয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য যে শিল্পীদেরও পরিবারের রাজনৈতিক রং দেখে বিচার করা হয়।'
সারেগামাপা-র ফাইনালে পৌঁছলেও, ট্রফি আসেনি আরাত্রিকার হাতে। এমনকী, থাকা হয়নি প্রথম তিনে। তবে একেবারে খালি হাতে ফেরেননি, বরඣং পান কালিকাপ্রসাদ স্মৃতি পুরস্কার।