সারেগামাপায় এবার সেই অর্থে কোনও মেন্টর নেই। আছে ৮ জন বিচারক। ফলে এখানে প্রতিযোগীদের গানের পাশ🐽াপাশি চলে সকলের জমাটি আড্ডাও। আর সেখানেই এদিন রাঘব চট্টোপাধ্যায় তাঁর যৌবনের এমন একটি কথা মনে করলেন যা শুনে রীতিমত অস্বস্তিতে পড়ে যান কৌশিকী চক্রবর্তী। কি𝔉ন্তু ঠিক কী জানিয়েছেন রাঘব?
সারেগামাপায় রাঘব চট্টোপাধ্যায় কী জানালেন কৌশিকী চক্রবর্তীকে নিয়ে?
এদিন রাঘব চট্টোপাধ্যায় সারেগামাপার মঞ্চে দাঁড়িয়ে বলেন যে তিনি যখন বয়েজ হোস্টেলে থাকতেন তখন তাঁরা গিটার বাজিয়ে ♔কিছু গান গাইলে নিচ থেকে কৌশিকী চক্রবর্তী সেই গানটা গাইতেন। একই সঙ্গে জানান গোটা বিষয়টা তাঁর কাছে খুবই নস্টালজিক। কিন্তু এটা শুনে ঘাবড়ে যান শান্তনু মৈত্র। তিনি বলে ওঠেন, 💫'ভিজ্যুয়ালটা ঠিক বুঝলাম না। আরেকবার বলে। মানে কৌশিকী বয়েজ হোস্টেলের নিচে দাঁড়িয়ে গান গাইত?' এটা শুনে সকলে হেসে ফেলেন।
আরও পড়ুন: বিয়েবাড়িতে এসেই ঝগড়া! কী নিয়ে সিকিউরিটি গার্ডদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন শ🅠ানায়া?
তখন রাঘব পুনরায় এক্সপ্লেন করে বলেন, 'আমরা যে হোস্টেলে থাকতাম তার নিচেই কৌশিকীরা থাকত। আমরা উপর 🌠থেকে গান গাইলে ও সেটা গাইত বা গানে গানে উত্তর দিত।' কৌশিকী তারপর জানান 'ওটা আম😼াদের বাড়ি ছিল। আমরা থাকতাম।' তখন তাঁর কথায় সবটা স্পষ্ট হয়। কিন্তু রাঘবের কথায় তিনি ভারী লজ্জায় পড়ে যান। হেসে হেসে বলেন, 'রাঘব দা গল্প বলছে আর আমি বিপদে পড়ছি আমি।'
তাঁদের এই স্মৃতিচারণ শুনে সঞ্চালক আবির চট্টোপাধ্যায় জানা𒊎ন এবারের সারেগামাপায় গোটা জিনিসটা রিক্রিয়েট করা হবে। উপরে বসে রাঘব গান গাইবেন এবং কৌশিকী নি﷽চ থেকে তার সাড়া দেবেন।
আরও পড়ুন: ফাঁস কিংয়ের𝓰 খলনায়কের পরিচয়! কোন বলিউড হিরোর সঙ্গে সরাসরি যুদ্ধে নামবেন শাহরুখ?
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ🥂্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বেঁধেছেন? তাহলে জানাই জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থ𒐪াকবেন আরেক দলে। ইমন রাঘব হলেন আরেক জুটি। আর চতুর্থ দল বানিয়েছেন ইন্দ্রদীপ এবং কৌশিকী। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে এই শো। আবির চট্টোপাধ্যায় আবারও রয়েবেন এই শোয়ের সঞ্চালক হিসেবে।