সারেগামাপাতে এই সপ্তাহে বিজয়া স্পেশ্যাল পর্ব সম্প্রচারিত হবে।ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ তারই টুকরো ঝলক এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়। সেখানেই দেখ🦩া যাচ্ছে এদিনের বিশেষ ডিস হিসেবে থাকবে উজ্জ্বল দার বিখ্যাত বিরিয়ানি। আর সেই কথা জেনে কটাক্ষের বন্যা বইয়ে দিলেন নেটিজেনরা।
আরও পড়ুন: 'স্বর্গে বসে দেখবেন' বিশ্বাস শাহরুখের! মৃত বাবা - মায়ের জন্ꦿযই লার্জার দ্যান লাইফ ছবি বানান কিং?
কী ঘটেছে সারেগামপায়?
এদিন জি বাংলার তরফে যে প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে এই সপ্তাহে যে বিজয়া সম্মিলনী থুড়ি বিজয়া বিশেষ পর্ব সম্প্রচারিত হবে সেখানে মধ্যমগ্রামের উ🐬জ্জ্বল দার বিরিয়ানি থাকবে মেনুতে। প্রতিযোগী থেকে বিচারক সকলকে সেই বিরিয়ানি চেয়ে চেয়ে খ▨েতে দেখা যাচ্ছে। চেটেপুটে খাচ্ছেন তাঁরা এই বিখ্যাত দোকানের বিরিয়ানি। আকার ইঙ্গিতে জানাচ্ছেন সেটা দারুণ সুস্বাদু। অন্যদিকে উজ্জ্বল বিশ্বাস ওরফে উজ্জ্বল দা জানান কেউ মধ্যমগ্রামের দিকে গেলে যেন তাঁর দোকানে অবশ্যই যান।
এই ভিডিয়ো পোস্ট করে চ্যানেল কর্তৃপক্ষের তরফে লেখা হয়েছে, 'বিজয়া দশমীতে সারে𝓡গামাপা-র মঞ্চে উৎসবের সুবাস ছড়িয়ে দিলেন ‘উজ্জ্বল দা’ তাঁর প্রসিদ্ধ বিরিয়ানি পরিবেশন করে।' আর সেটা দেখেই ট্রোলের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা।
কে কী বলছেন?
এক ব্যক্তি কটাক্ষ করে লেখেন, 'পরের বছর থেকে বোধহয় মাধ্যমিকে পাঠ্য হবে এই টপিকগুলো: উজ্জ্বল দা বিরিয়ানিতে ঠিক কতটা ঘি ঢালে? মৌয়ের কচুরির নতুন আউটলেট কোথায় হল? অরুণ দা, তার বেগুন সুন্দরী কততে দিচ্ছে? চাকদার একান্ত আপনে, ঠিক কতবার ঝাঁকালে ঝরে ঝরে পড়ছে! (মানে মাংস আর কি ) কালি দি, মিষ্টি দি নতুন কোন আইফোন মডেলটা নিল? নন্দিনী দি স্মার্ট কেন, কার নামে নতুন কি গসিপ দিল? আজ সারাদিনে নন্দিনী দির কতবার মুড সুইং হয়ে কান্নাকাটি করে থালা বাসন ছুঁড়ে ফেলল! আমেরিকান দাদা এবার নতুন কি জ্ঞান দিল? বাচ্চার বিরিয়ানিরতে কোথাকার ঘি ব্যবহৃত হয়? হাবড়ার জ্যোতি দি, প্রথমে চিকেন ঝোল রান্না করে কি হাড়িতে ঢেলে দিয়ে সেটাকে হান্ডি চিকেন বলে চালায়, নাকি সত্যিই হাড়িতে রাঁধে?' আরেকজন লেখেন, 'আমি ১০ জন বন্ধু নিয়ে গেছিলাম উজ্জ্বল দার বিরিয়ানি খেতে। দুঃখের কথা দশ জন মিলে আমাকে গাল দিয়েছে, কি বাজে খেতে।' কেউ আবার ব্যঙ্গ করে লেখেন, 'দোকানের প💝াশের প্রশ্রাবখানার ছবি আর আশপাশের ছ൩বিটা দেখেনি বোধ করি ওরা৷ দেখলেই বুঝতে পারতো এতো স্বাদ ঠিক আসছে কোত্থেকে।' চতুর্থ ব্যক্তি প্রশ্ন করেন, 'সবার পেট ঠিক আছে তো?' পঞ্চম ব্যক্তি লেখেন, 'ছিঃ, অতি জঘন্য বিরিয়ানি, একবারই খেয়েছি আর কোনদিন খাবো না। মানুষকে পুরোপুরি ঠকানো হচ্ছে।'
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। আবির চট্টোপাধ্যায় রয়েছেন সঞ🐟্চালক হিসেবে।